ভাষার মাসের এ ক্যালেন্ডারে গেলবার থেকেই ঠেসেঠুসে জায়গা করে নিয়েছে ক্রিকেট। গত ফেব্রুয়ারিতে বিশ্বকাপের মহাযজ্ঞ হয়েছিল এই বঙ্গদেশে। রাত জেগে টিকিটের লাইনে দাঁড়িয়ে থেকে বিশ্ব ক্রিকেটে একটা উন্মাদনার বার্তা পেঁৗছে দিয়েছিল ক্রিকেটপ্রেমী বাংলাদেশিরা। এবারও তেমন একটা মহোৎসব হতে যাচ্ছে দেশে। ৯ ফেব্রুয়ারি থেকে ঢাকার মাঠে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের ক্রোড়পতি লীগ বিপিএল টি২০। যেখানে নিখাদ ক্রিকেটের সঙ্গে করপোরেট আর বলিউডের ত্রিবেণী সঙ্গম ঘটতে চলেছে।
সাকিব, তামিম, গেইল, আফ্রিদি, জয়সুরিয়াদের সঙ্গে এ আসরকে মায়াবী করতে আসছেন বিপাশা বসু, মালাইকা অরোরারা। টি২০ ক্রিকেটের এ রক অ্যান্ড রোলের আগমনী ধ্বনি কানে আসতে শুরু করেছে। মিরপুরে গিবস, জয়সুরিয়াদের ব্যাট-বলের ঠোকাঠুকির শব্দ মিশে যাচ্ছে উদ্বোধনী মঞ্চ তৈরি করতে আসা ভারতীয় কলাকুশলীদের হাতুড়ির আওয়াজে। তারকা ক্রিকেটারদের পাশাপাশি ঢাকায় আসতে শুরু করেছেন আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার এবং ম্যাচ রেফারিরা। বিপিএলে সতর্ক দৃষ্টি রাখতে আইসিসির দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধিও আসছেন ঢাকায়। বিপিএলের উত্তাপটা অবশ্য বিশ্বকাপের মতো জ্বর ছড়ায়নি। টিকিটের আগুন মূল্য, অবশ্যই এর অন্যতম কারণ। 'উদ্বোধনী অনুষ্ঠানের এক হাজার টিকিট বিক্রি প্রায় শেষ। আজকালের মধ্যে হয়তো বাকিগুলোও বিক্রি হয়ে যাবে। টিকিটের মূল্য একটু বেশি হওয়ার কারণেই হয়তো বিশ্বকাপের মতো লাইন নেই। মানুষের উৎসাহ আছে বিপিএলে।' ঢাকা ব্যাংকের ধানমণ্ডি শাখার ব্রাঞ্চ ম্যানেজার সাবি্বর আহমেদের বিশ্বাস, ১০ ফেব্রুয়ারি মাঠে ম্যাচ গড়ালে টিকিটের চাহিদা বেড়ে যাবে।
নূ্যনতম ৫০০ টাকা খরচ করে এক টিকিটে দুটি ম্যাচ দেখার শখ অনেকের থাকলেও, সাধ্যের বাইরেও তা অনেকেরই। উদ্বোধনী অনুষ্ঠানে বাপ্পি লাহিড়ীর গান, ঋতুপর্ণ সেনগুপ্তের নাচ কিংবা হিলিয়াম বেলুনের ঝলক দেখার জন্য নূ্যনতম ১০০০ টাকাও মধ্যবিত্তের বাজেটের বাইরে বাড়তি খরচ। 'টিকিটের মূল্য একটু বেশিই হয়ে গেছে। এখানে ক্রিকেটের সঙ্গে বিনোদনেরও ব্যবস্থা করা হয়েছে। মূল্যটা এ জন্যই বেশি। এরপরও আমরা আশাবাদী ভরা গ্যালারি নিয়েই বিপিএল শুরু হবে।' বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপুরও বিশ্বাস, ১০ থেকে ২৯ ফেব্রুয়ারি দেশের ক্রিকেট বুঁদ হয়ে থাকবে বিপিএলে। জৌলুসে বিশ্বকাপের সমান না হলেও, আকর্ষণে কম যাবে না বিপিএল। সামাজিক ওয়েবসাইট ফেসবুক আর টুইটারে বিপিএল সমর্থক গোষ্ঠীর মধ্যে এসব নিয়েই আলোচনা হচ্ছে। কৌতূহলী সবাই জানতে চাইছে গেইল কবে আসবেন, বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া মাঠে এসে কী করবেন? সবক'টা কৌতূহলের বর্ণনা এক করলেই জলপ্রপাতের মতো বিপিএলের আগমনী অনুভব করা যায়।
তারকায় ভরা দল
ভারতের আইপিএল দেখা দর্শকদের কাছে বিপিএলটা অনুকরণীয় মনে হতে পারে। বিপিএল আয়োজকরা অবশ্য বলছেন, খেলাধুলায় ফ্রাঞ্চাইজি মডেল বেশ পুরনো। যুক্তরাষ্ট্রে বাস্কেটবল লীগে এ মডেল সফলতা পেয়েছে অনেক আগে থেকেই। আইপিএল দেখা দর্শকদের কাছে তাই গুণ ও মানের গ্যারান্টি দিচ্ছে বিপিএল। ক্রিস গেইল, শহিদ আফ্রিদি, সনাথ জয়সুরিয়া, স্কট স্টাইরিশের মতো বিশ্বতারকাদের নিলাম বাজারে উচ্চমূল্যে কিনে নিয়ে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিরাও দেখিয়ে দিয়েছেন, এখানে ক্রিকেটের কদর নেহাত কম নয়। দক্ষিণের দল খুলনা রয়েল বেঙ্গলস দেশীয় তারকা সাকিব, নাসিরদের পাশাপাশি বিদেশি তারকা ভিড়িয়েছে জয়সুরিয়া, হার্শেল গিবস, চন্দরপল, ফিদেল অ্যাডওয়ার্ডকে। তবে সবচেয়ে বেশি ৭ লাখ ডলারে ঢাকা গ্গ্ন্যাডিয়েটর্স কিনে নিয়েছে বুম বুম শহিদ আফ্রিদি, সাইদ আজমল, কিয়েরন পোলার্ডদের। দল সাজাতে গিয়ে দক্ষিণের বরিশাল বার্নার্স কিনেছে ক্রিস গেইলের মতো নন্দিত টি২০ তারকাকে। গেইলের পাশাপাশি অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ব্রাড হজও রয়েছেন বরিশালে। রাজশাহীর ফ্রাঞ্চাইজিতে আছেন পাকিস্তানের আবদুল রাজ্জাক এবং ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলসের মতো তারকা। সিলেট রয়্যালসের হয়ে বিপিএল মাতাতে আসছেন পাকিস্তানের সোহেল তানভীর আর কামরান আকমলরা। চট্টগ্রাম কিংসে তামিমের সঙ্গে তারকা দ্যুতি ছড়াতে আসছেন মুত্তিয়া মুরালিধরন। তাই ধারে এবং ভারে কোনো অংশেই আইপিএলের চেয়ে কম যাবে না বিপিএল।
দেখা যাবে চ্যানেল নাইন ও ইএসপিএনে
বিপিএল আসায় উপমহাদেশের একচেটিয়া বাজার হারানোর ভয় আছে ভারতেরও। খোদ সৌরভ গাঙ্গুলি বলেছেন, তাকে বিপিএলে আসার অনুমতি দেয়নি ভারতীয় বোর্ড। এমনকি কোনো ক্রিকেটারকে নিলামেও ছাড়েনি। কেননা এরই মধ্যে দেশীয় গণ্ডি ছাড়িয়ে বহির্বিশ্বেও আগ্রহ সৃষ্টি করেছে বিপিএল। ইএসপিএন-স্টার স্পোর্টস বাংলাদেশের বাইরে বিপিএল দেখানোর স্বত্ব কিনে নিয়েছে। যদিও বাংলাদেশে বিপিএল সম্প্রচার স্বত্ব পেয়েছে চ্যানেল নাইন। মাথার ওপর স্পাইডার ক্যামেরার মতো আধুনিক সব ক্যামেরা বিপিএলে আনার প্রতিশ্রুতি দিয়েছে তারা। ১০ থেকে ১৬ ফেব্রুয়ারি মিরপুরে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৮ থেকে ২২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে হবে আসরের পরের অংশ। শেষ অংশ ২৩ থেকে ২৯ ফেব্রুয়ারি ফের মিরপুরে ফিরে আসবে ম্যাচগুলো। দুপুর ২টায় শুরু হবে প্রথম ম্যাচ, মাঝে বিরতি দিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ।
উদ্বোধনী অনুষ্ঠানের চমক
দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘরোয়া ক্রিকেটেরও তেমনই এক ইতিহাসে সাক্ষী থাকতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান।
৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় রাষ্ট্রপতি বিপিএলের উদ্বোধন ঘোষণা করবেন। ভাষা আন্দোলনের ঐতিহাসিক কিছু মুহূর্ত তুলে ধরে শুরু হবে অনুষ্ঠান। এরপরই একে একে মঞ্চে আসবেন বলিউড আর ঢালিউড তারকারা। প্রায় তিন ঘণ্টার অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া, মালাইকা অ্যারোরাদের সঙ্গে নাচবেন দেশীয় শিল্পী নিপা, শিবলি। ঢালিউড তারকার মধ্যে থাকছেন শাকিব খান এবং অপু বিশ্বাস। ভারতের বাপ্পি লাহিড়ীর সঙ্গে গাইবেন আইয়ুব বাচ্চু। চমকের তালিকা আরও লম্বা, যেটা এখনই বলতে রাজি হননি বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু।
খবরঃ সমকাল
সাকিব, তামিম, গেইল, আফ্রিদি, জয়সুরিয়াদের সঙ্গে এ আসরকে মায়াবী করতে আসছেন বিপাশা বসু, মালাইকা অরোরারা। টি২০ ক্রিকেটের এ রক অ্যান্ড রোলের আগমনী ধ্বনি কানে আসতে শুরু করেছে। মিরপুরে গিবস, জয়সুরিয়াদের ব্যাট-বলের ঠোকাঠুকির শব্দ মিশে যাচ্ছে উদ্বোধনী মঞ্চ তৈরি করতে আসা ভারতীয় কলাকুশলীদের হাতুড়ির আওয়াজে। তারকা ক্রিকেটারদের পাশাপাশি ঢাকায় আসতে শুরু করেছেন আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার এবং ম্যাচ রেফারিরা। বিপিএলে সতর্ক দৃষ্টি রাখতে আইসিসির দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধিও আসছেন ঢাকায়। বিপিএলের উত্তাপটা অবশ্য বিশ্বকাপের মতো জ্বর ছড়ায়নি। টিকিটের আগুন মূল্য, অবশ্যই এর অন্যতম কারণ। 'উদ্বোধনী অনুষ্ঠানের এক হাজার টিকিট বিক্রি প্রায় শেষ। আজকালের মধ্যে হয়তো বাকিগুলোও বিক্রি হয়ে যাবে। টিকিটের মূল্য একটু বেশি হওয়ার কারণেই হয়তো বিশ্বকাপের মতো লাইন নেই। মানুষের উৎসাহ আছে বিপিএলে।' ঢাকা ব্যাংকের ধানমণ্ডি শাখার ব্রাঞ্চ ম্যানেজার সাবি্বর আহমেদের বিশ্বাস, ১০ ফেব্রুয়ারি মাঠে ম্যাচ গড়ালে টিকিটের চাহিদা বেড়ে যাবে।
নূ্যনতম ৫০০ টাকা খরচ করে এক টিকিটে দুটি ম্যাচ দেখার শখ অনেকের থাকলেও, সাধ্যের বাইরেও তা অনেকেরই। উদ্বোধনী অনুষ্ঠানে বাপ্পি লাহিড়ীর গান, ঋতুপর্ণ সেনগুপ্তের নাচ কিংবা হিলিয়াম বেলুনের ঝলক দেখার জন্য নূ্যনতম ১০০০ টাকাও মধ্যবিত্তের বাজেটের বাইরে বাড়তি খরচ। 'টিকিটের মূল্য একটু বেশিই হয়ে গেছে। এখানে ক্রিকেটের সঙ্গে বিনোদনেরও ব্যবস্থা করা হয়েছে। মূল্যটা এ জন্যই বেশি। এরপরও আমরা আশাবাদী ভরা গ্যালারি নিয়েই বিপিএল শুরু হবে।' বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপুরও বিশ্বাস, ১০ থেকে ২৯ ফেব্রুয়ারি দেশের ক্রিকেট বুঁদ হয়ে থাকবে বিপিএলে। জৌলুসে বিশ্বকাপের সমান না হলেও, আকর্ষণে কম যাবে না বিপিএল। সামাজিক ওয়েবসাইট ফেসবুক আর টুইটারে বিপিএল সমর্থক গোষ্ঠীর মধ্যে এসব নিয়েই আলোচনা হচ্ছে। কৌতূহলী সবাই জানতে চাইছে গেইল কবে আসবেন, বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া মাঠে এসে কী করবেন? সবক'টা কৌতূহলের বর্ণনা এক করলেই জলপ্রপাতের মতো বিপিএলের আগমনী অনুভব করা যায়।
তারকায় ভরা দল
ভারতের আইপিএল দেখা দর্শকদের কাছে বিপিএলটা অনুকরণীয় মনে হতে পারে। বিপিএল আয়োজকরা অবশ্য বলছেন, খেলাধুলায় ফ্রাঞ্চাইজি মডেল বেশ পুরনো। যুক্তরাষ্ট্রে বাস্কেটবল লীগে এ মডেল সফলতা পেয়েছে অনেক আগে থেকেই। আইপিএল দেখা দর্শকদের কাছে তাই গুণ ও মানের গ্যারান্টি দিচ্ছে বিপিএল। ক্রিস গেইল, শহিদ আফ্রিদি, সনাথ জয়সুরিয়া, স্কট স্টাইরিশের মতো বিশ্বতারকাদের নিলাম বাজারে উচ্চমূল্যে কিনে নিয়ে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিরাও দেখিয়ে দিয়েছেন, এখানে ক্রিকেটের কদর নেহাত কম নয়। দক্ষিণের দল খুলনা রয়েল বেঙ্গলস দেশীয় তারকা সাকিব, নাসিরদের পাশাপাশি বিদেশি তারকা ভিড়িয়েছে জয়সুরিয়া, হার্শেল গিবস, চন্দরপল, ফিদেল অ্যাডওয়ার্ডকে। তবে সবচেয়ে বেশি ৭ লাখ ডলারে ঢাকা গ্গ্ন্যাডিয়েটর্স কিনে নিয়েছে বুম বুম শহিদ আফ্রিদি, সাইদ আজমল, কিয়েরন পোলার্ডদের। দল সাজাতে গিয়ে দক্ষিণের বরিশাল বার্নার্স কিনেছে ক্রিস গেইলের মতো নন্দিত টি২০ তারকাকে। গেইলের পাশাপাশি অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ব্রাড হজও রয়েছেন বরিশালে। রাজশাহীর ফ্রাঞ্চাইজিতে আছেন পাকিস্তানের আবদুল রাজ্জাক এবং ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলসের মতো তারকা। সিলেট রয়্যালসের হয়ে বিপিএল মাতাতে আসছেন পাকিস্তানের সোহেল তানভীর আর কামরান আকমলরা। চট্টগ্রাম কিংসে তামিমের সঙ্গে তারকা দ্যুতি ছড়াতে আসছেন মুত্তিয়া মুরালিধরন। তাই ধারে এবং ভারে কোনো অংশেই আইপিএলের চেয়ে কম যাবে না বিপিএল।
দেখা যাবে চ্যানেল নাইন ও ইএসপিএনে
বিপিএল আসায় উপমহাদেশের একচেটিয়া বাজার হারানোর ভয় আছে ভারতেরও। খোদ সৌরভ গাঙ্গুলি বলেছেন, তাকে বিপিএলে আসার অনুমতি দেয়নি ভারতীয় বোর্ড। এমনকি কোনো ক্রিকেটারকে নিলামেও ছাড়েনি। কেননা এরই মধ্যে দেশীয় গণ্ডি ছাড়িয়ে বহির্বিশ্বেও আগ্রহ সৃষ্টি করেছে বিপিএল। ইএসপিএন-স্টার স্পোর্টস বাংলাদেশের বাইরে বিপিএল দেখানোর স্বত্ব কিনে নিয়েছে। যদিও বাংলাদেশে বিপিএল সম্প্রচার স্বত্ব পেয়েছে চ্যানেল নাইন। মাথার ওপর স্পাইডার ক্যামেরার মতো আধুনিক সব ক্যামেরা বিপিএলে আনার প্রতিশ্রুতি দিয়েছে তারা। ১০ থেকে ১৬ ফেব্রুয়ারি মিরপুরে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৮ থেকে ২২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে হবে আসরের পরের অংশ। শেষ অংশ ২৩ থেকে ২৯ ফেব্রুয়ারি ফের মিরপুরে ফিরে আসবে ম্যাচগুলো। দুপুর ২টায় শুরু হবে প্রথম ম্যাচ, মাঝে বিরতি দিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ।
উদ্বোধনী অনুষ্ঠানের চমক
দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘরোয়া ক্রিকেটেরও তেমনই এক ইতিহাসে সাক্ষী থাকতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান।
৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় রাষ্ট্রপতি বিপিএলের উদ্বোধন ঘোষণা করবেন। ভাষা আন্দোলনের ঐতিহাসিক কিছু মুহূর্ত তুলে ধরে শুরু হবে অনুষ্ঠান। এরপরই একে একে মঞ্চে আসবেন বলিউড আর ঢালিউড তারকারা। প্রায় তিন ঘণ্টার অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া, মালাইকা অ্যারোরাদের সঙ্গে নাচবেন দেশীয় শিল্পী নিপা, শিবলি। ঢালিউড তারকার মধ্যে থাকছেন শাকিব খান এবং অপু বিশ্বাস। ভারতের বাপ্পি লাহিড়ীর সঙ্গে গাইবেন আইয়ুব বাচ্চু। চমকের তালিকা আরও লম্বা, যেটা এখনই বলতে রাজি হননি বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু।
খবরঃ সমকাল