পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে অলরাউন্ডার আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে। বর্তমানে পাকিস্তান ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে আরব আমিরাতে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলছে। কিন্তু এ সিরিজে দলের পক্ষে খেলার জন্য রাজ্জাক বিবেচিতও হন। কিন্তু পাকিস্তানের জাতীয় নির্বাচক কমিটিকে জানিয়েছিলেন, কাঁধের ইনজুরির কারণে তিনি বোলিং করতে পারবেন না। এ কারণে তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে দুরন্ত রাজশাহীর পক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) তিনি প্রথম ম্যাচ থেকেই নিয়মিত বোলিং করছেন। তাঁকে শুধু ব্যাটিং করার ক্ষেত্রে একটি ছাড়পত্র দিয়ে বিপিএল খেলার অনুমতি দেয় পিসিবি এমটাই জানিয়েছে তারা। কিন্তু রাজ্জাক নিয়মিত বোলিং করছেন জেনে আশ্চর্য হয়েছে পিসিবি। এ কারণেই রাজ্জাকের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে ওই বিষয়ে উপযুক্ত ব্যাখ্যা দাবি করেছে তারা। ইতোমধ্যেই পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ রাজ্জাকের দাবি এবং পরবর্তী অভিযোগের বিষয়ে সকল তথ্যাদি নিয়েছেন। জাকা আশরাফ গত বছর পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা এ অভিজ্ঞ অলরাউন্ডারের কাছে পিসিবি এবং নির্বাচকদের কাছে ইনজুরির বিষয়ে ভুল তথ্য প্রদানের ব্যাখ্যা চেয়েছেন। সন্তোষজনক জবাব দিতে না পারলে পরবর্তীতে তিনি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেও অভিযুক্ত হতে পারেন। এ কারণে বিপিএল অনিশ্চিত হয়ে পড়েছে রাজ্জাকের। এছাড়াও কাঁধের পুরনো ইনজুরি আবারও ভালভাবেই দেখা দিয়েছে রাজ্জাকের। গতকাল সতীর্থদের সঙ্গে অনুশীলনও করতে পারেনি তিনি। তাঁর কাঁধে ব্যথা অনুভূত হচ্ছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। দলটির প্রধান কোচ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। পাইলট বলেন, ‘সদ্য কাঁধের ইনজুরি থেকে ফিরেছেন রাজ্জাক। তারপরও তিনি আমাদের হয়ে খেলেছেন। আমরা সবাই জানি প্রতিদ্বন্দ্বিতামূলক খেলার জন্য তিনি মোটেই ফিট নন। তারপরও দলীয় সমর্থকদের জোরালো দাবি ছিল তাঁকে দলভুক্ত করার। তিনিও দলে ফেরার জন্য প্রচ- আগ্রহী ছিলেন। এ পর্যন্ত টুর্নামেন্টের ৬ ম্যাচ খেলেছেন তিনি। তবে আগামী ম্যাচে তার অংশগ্রহণ নিশ্চিত নয়। তার কাঁধের ব্যথা কিঞ্চিৎ তীব্র হওয়ায় এ অনিশ্চয়তার মধ্যে পড়েছেন রাজ্জাক। তাকে মূল একাদশে রাখার জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব।’ আজ ফিরতি লেগের ম্যাচে বরিশাল বার্নার্সের মুখোমুখি হবে দুরন্ত রাজশাহী। কিন্তু এতসব কারণে দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এ ম্যাচে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে রাজ্জাকের।’ রাজ্জাকের খেলা নিয়ে অনিশ্চিয়তা সৃষ্টির পর কিছুটা বিপদেই পড়ে গেছে দুরন্ত রাজশাহী। কারণ, ৬ ম্যাচে ব্যাট হাতে ১১৪ রান করার পাশাপাশি ৪ উইকেটও নিয়ে ইতোমধ্যেই দলের অপরিহার্য ক্রিকেটার হয়ে উঠেছেন রাজ্জাক। তবে জাতীয় দলের সাবেক উইকেট রক্ষক পাইলট বলেন, ‘টুর্নামেন্টে প্রতিপক্ষ হিসেবে বরিশাল বার্নার্স খুবই শক্তিশালী। আমরাও তাদের ব্যাপারে খুবই সিরিয়াস। কারণ প্রথম লেগের ম্যাচে আমরা তাদের কাছে পরাজিত হয়েছি। তাই ওই হারের শোধ নেয়ার এটাই মোক্ষম সময়। ছেলেরা এখন ফুরফুরে মেজাজে রয়েছে। ম্যাচটিতে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।