বাংলাদেশ প্রিমিয়ার লীগ-বিপিএল টি২০ ক্রিকেটের টিকেটগুলো পাওয়া যাবে ঢাকা ব্যাংকের ২৩টি শাখায়।
ঢাকা ব্যাংকের যেসব শাখায় বিপিএলের টিকিট পাওয়া যাবে। এর মধ্যে ঢাকার শাখাগুলো হচ্ছে ফরেন এক্সচেঞ্জজ শাখা, বিমান ভবন, বংশাল শাখা, ৮৮ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণী, ইমামগঞ্জ শাখা, ইমামগঞ্জলেন, ইমামগঞ্জ বাজার, ধানমন্ডি মডেল শাখা, গুলশান শাখা, গুলশান এভিনিউ, শুলশান-১, বনানী শাখা, মোহাখালী শাখা, মগবাজার শাখা, মিরপুর শাখা এবং উত্তরা শাখা।
ঢাকা ব্যাংকের নারায়নগঞ্জ শাখার টিকিট পাওয়া যাবে ২৬-২৯ এস. এম মালেহা রোড, টানবাজারে। চট্টগ্রামের আগ্রাবাদ শাখা, জুবলি রোড শাখা, সিডিএ এভিনিউ শাখা, ইস্ট নাসিরাবাদ এবং কক্সবাজার শাখা।
ঢাকা ব্যাংকের সিলিটের লালদিঘিপুর শাখা, পিএস কোতুয়ালী সিলেট, বরিশাল শাখা, কোতুয়ালী বরিশাল, রাজশাহী শাখা, সাহেব বাজার, বগুড়া শাখা, কাজী নজরুল ইসলাম রোড, ঝাউতলা এবং খুলনা শাখার টিকিট বিক্রি হবে ২বি, কেডিএ এভিনিউয়ে।
তা ছাড়া অনলাইনে টিকেট কিনতে পারবেন www. easy. com. bd এই ঠিকানায়