ব্যবধান মাত্র এক বছর। এরমধ্যেই দুই রকম চিত্র দেখল বাংলাদেশের ক্রিকেটপ্রেমী। ২০১১'র ১৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ ক্রিকেটের মুগ্ধ জাগানো উদ্বোধনী অনুষ্ঠান করে তাক লাগিয়ে দিয়েছিল পুরো বিশ্বকে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে উন্মাদনার সৃষ্টি হয়েছিল বাংলাদেশসহ পুরো বিশ্বে। দর্শকের ঢল নেমেছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও স্টেডিয়ামের বাইরে। দর্শকদের ক্রেজ দেখে অবাক হয়েছিল পুরো বিশ্ব। অথচ গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সাড়ে তিন ঘণ্টা স্থায়ী উদ্বোধনী অনুষ্ঠান কোনো আবেদনই ছড়াতে পারেনি ক্রিকেটপ্রেমীদের মাঝে। দর্শকশূন্য স্টেডিয়ামে বিপিএলের প্রথম আসরে উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। অনুষ্ঠান শুরুর কথা ছিল সাড়ে ৬টায়। শুরু হয় নির্ধারিত সময়ের আধঘণ্টা পর। উপস্থাপিকা ফারজানা নওশিন ও মুনমুনের উপস্থাপনায় শুরু হয় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। অর্থের ঝনঝনানির অনুষ্ঠান শুরু হয় জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর দরাজ গলায় অমর একুশের গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি গান দিয়ে।' বাচ্চুর সঙ্গে অমর একুশের গান পরিবেশন করেন আরও ২৫ শিশু শিল্পী। গান শেষ হওয়ার পরপরই বাপ্পি লাহিড়ি ও শান পরিবেশন করেন বিপিএলের থিম সংগীত। এরপর থিম সংগীতের তালে তালে আদ্যাক্ষর অনুযায়ী মাঠে প্রবেশ করে বরিশাল বারনার্স, ঢাকা গ্ল্যাডিয়েটর্স, চিটাগাং কিংস, খুলনা রয়্যাল বেঙ্গলস, দুরন্ত রাজশাহী ও সিলেট রয়্যালস। ফ্র্যাঞ্চাইজিগুলো সবাই মাঠে প্রবেশ করে তাদের দলীয় সংগীতের তালে তালে। সবাই উপস্থিত হন মাঠের ভিআইপি গ্যালারি সংলগ্ন স্টেজের সামনে। যেখানে বসেছিলেন রাষ্ট্রপতি। সাড়ে ৭টায় রাষ্ট্রপতি জিল্লুুর রহমান বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। রাষ্ট্রপতির উদ্বোধন অনুষ্ঠান ঘোষণার পরপরই দুই জনপ্রিয় নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদ ও শামীম আরা নিপা রবীন্দ্র সংগীত 'আগুনের পরশমণি শোনাও প্রাণে...' গানের সুরে নৃত্য পরিবেশন করে সবাইকে আমন্ত্রণ সুরের জগতে। দুজনের নাচের পর একে একে গান গেয়েছেন রক শিল্পী মিলা, মাইলস। মাইলস গান করে-'ধিকি ধিকি আগুন জ্বলেসহ দুটি। মাইলসের পরপরই স্টেজ পারফরম করেন কলকাতার শিল্পী ঋতুপর্ণা সেন গুপ্তা। ঋতুপর্ণার পর দেশের দুই জনপ্রিয় শিল্পী সাকিব গান ও অপু বিশ্বাস নেচেছেন গানের তালে। দিবার পরে মঞ্চ মাতান মালাইকা অরোরা। মালাইকা অরোরা নেচেছেন মিনিট ১৫। মালাইকার নাচের আগে গান করেন এলআরবির শিল্পী আইয়ুুব বাচ্চু, বাপ্পি লাহিড়ি এবং শান। গানের পর্ব শেষ হওয়ার পর সবশেষে নেচেছেন বলিউডের 'হট সেনসেশন' বিপাশা বসু। বিপাশার নাচের পরই আতশ বাজি ঝলকানিতে রাতের মিরপুরকে আলোকিত করেছে।
খবরঃ বাংলাদেশ প্রতিদিন
খবরঃ বাংলাদেশ প্রতিদিন