1.28.2012

বিপিএলকে মাতিয়ে তুলতে আসছে বলিউড তারকারা

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগকে (বিপিএল) সামনে রেখে এর আয়োজক প্রতিষ্ঠান ভারতীয় গেম অন স্পোর্টস এর নানা পরিকল্পনার পাশাপাশি ফ্রেঞ্চাইজির প্রতি দর্শকদের আগ্রহ বাড়ানোর বিভিন্ন উদ্যোগ নিচ্ছে দলগুলো। এর অংশ হিসেবে ঢাকা গ্ল্যাডিয়েটরস এর পক্ষে তাদের খেলার সময় দর্শক সারিতে হাজির থাকতে পারেন বলিউড তারকা কারিনা কাপুর, রানী মুখার্জি, অক্ষয় কুমার ও জন আব্রাহামের মত হার্ট থ্রব নায়ক-নায়িকারা ।  ঢাকা গ্ল্যাডিয়েটরস এর চেয়ারম্যান সেলিম চৌধুরী একথা জানান। তিনি বলেন, ‘বিপিএলে আমরা শহিদ আফ্রিদী, সাঈদ আজমল ও কাইরন পোলার্ডের মত বিশ্ব কাঁপানো ক্রিকেটার দলভুক্ত করে চমক দিয়েছি। এখন মাঠের ভাল পারফর্মেন্স করার পাশাপাশি উপস্থিত সমর্থকদের জন্য মাঠে হাজির করতে চাই বলিউড তারকাদের। আন্তর্জাতিক সুচির কারণে শহিদ আফ্রিদী টুর্ণামেন্টের শুরুর দিকে উপস্থিত থাকতে না পারলেও দলের উদ্বোধনী ম্যাচে অন্তত ঢাকা গ্ল্যাডিয়েটরস শিবিরে তাকে হাজির রাখার প্রচেষ্টা চালাচ্ছি।’ ঢাকা দলের মালিকানা পাওয়া এই সংগঠক বলেন, ‘শুধু মাত্র বলিউড তারকা নয়, আন্তর্জাতিক অঙ্গনের নামী-দামী তারকাদেরও সমর্থক হিসেবে দর্শক সারিতে হাজির করার ইচ্ছা রয়েছে। তিনি বলেন, ভারতে আয়োজিত ইন্ডিয়ান ক্রিকেট লীগের (আইপিএল) গ্রহণ যোগ্যতা সম্পর্কে আমার কোন দ্বিমত নেই। তবে এদেশের দর্শক ও সমর্থকদের সহযোগিতা পেলে বিপিএলও এ দেশে আইপিএলের মত জনপ্রিয়তায় পৌঁছতে পারবে। বিপিএলের ফলে শুধুমাত্র কর্মকর্তারাই বেশি লাভবান হচ্ছে সর্বত্র এমন একটি কথার রেশ ধরে ঢাকা গ্ল্যাডিয়েটরস এর ম্যানেজার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বলেন, ‘এই টুর্ণামেন্টের মাধ্যমে শুধুমাত্র আয়োজক ও বোর্ড লাভবান হচ্ছে এমন না। এর ফলে খেলোয়াড়রাও লাভবান হবেন। প্রথমত তারা আর্থিকভাবে লাভবান হবেন। দ্বিতীয়ত আন্তর্জাতিক ভাবে নামী-দামী কোচ ও খেলোয়াড়দের সংস্পর্শে আসতে পারবে স্থানীয় ক্রিকেটাররা। সেখান থেকে তারা অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। এর ফলে এ দেশের ক্রিকেটের উন্নয়ন ঘটবে। ফ্রেঞ্চাইজিটির ব্যবস্থাপনা পরিচালক সিহাব চৌধুরী বলেন, ‘দলীয় পারফর্মেন্সের দিকে আমাদের নজর তো রয়েছেই। সেই সঙ্গে সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে আমরা ঢাকার বাসিন্দাদের বিনোদনের পরিকল্পনা নিয়েছি। ঢাকার মানুষের বিনোদনের ব্যবস্থা কম। তাদের জন্য প্রথম কাজ হিসেবে আমরা কনসার্টের উদ্যেগ নিয়েছি। ঢাকার ফ্রেঞ্চাইজির উদ্যোগে অন্তত তিন চারটি কনসার্টের আয়োজন করা হবে। সেই সঙ্গে বিভিন্নভাবে ঢাকার ইতিহাস-ঐতিহ্য যাতে সারা বিশ্বে উপস্থাপন করা যায় সেই উদ্যোগ নেয়া হবে।’ এ জন্য অচিরেই পুরনো ঢাকার নেতৃস্থানীয়দের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করা হবে উল্লেখ করে সিহাব বলেন, বৈঠকের মাধ্যমে তাদের মতামত ও পরামর্শ নেয়া হবে।

(খবরঃ  জিএনএন )