বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঠের লড়াই এখনো শুরু হয়নি, আগামী ৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে বিপিএলের প্রথম আসরের। কিন্তু চমক থেমে নেই! সমর্থকদের সঙ্গে দলের পরিচয় করিয়ে দেয়ার জন্য জাঁকালো কনসার্টের আয়োজন করেছে মোহাম্মদ আশরাফুলের ঢাকা গ্ল্যাডিয়েটর্স। এবার ভিন্নমাত্রার চমক উপহার দেয়ার পরিকল্পনা দুরন্ত রাজশাহীর। থিম সং নয়, ব্র্যান্ডেড টিম অ্যানথেম তৈরি করছে মুশফিকুর রহিমের দল।
লেটস মুভ, রাজশাহী মুভ/ আমরা দুরন্ত রাজশাহী— দলকে মাঠের পারফরম্যান্সে উজ্জীবিত করবে এমন কথামালা নিয়ে লেখা হচ্ছে দুরন্ত রাজশাহীর টিম অ্যানথেম। অ্যানথেমের পরতে পরতে থাকবে রাজশাহী, বাংলাদেশের গল্প, আন্তর্জাতিক প্রসঙ্গও। ব্র্যান্ডেড এ টিম অ্যানথেমটি লিখেছেন ব্র্যান্ড বিশেষজ্ঞ ও স্বনামধন্য গীতিকার মাহমুদ খুরশিদ। সঙ্গীতায়োজন করবেন ফুয়াদ ও তার ব্যান্ড দলের সদস্যরা মিলে। দুরন্ত রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরিই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে তাদের টিম অ্যানথেম। তাদের প্রত্যাশা, অ্যানথেমটি কেবল বিপিএলই নয়, অন্যান্য আসরেও রাজশাহীর ক্রিকেটার ও সমর্থকদের উজ্জীবিত করবে। দুরন্ত রাজশাহীর অফিসিয়াল পেজ facebook.com / durontorajshahi এবং চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে টিম অ্যানথেমটি।
জাতীয় দল মাঠে নামার পর জাতীয় সঙ্গীত গায়। ক্লাবভিত্তিক দলগুলোর থাকে টিম অ্যানথেম। অবশ্য টিম অ্যানথেম প্রচলিত ইউরোপের ফুটবলে; ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল ছাড়া স্প্যানিশ ক্লাবগুলোর নিজস্ব টিম অ্যানথেম আছে। তবে বিপিএলে এবার টিম অ্যানথেমের প্রথম চমকটি উপহার দিতে যাচ্ছে ডিজিটাল অটোকেয়ার গ্রুপের দুরন্ত রাজশাহীই।
(সংশোধিত খবর বনিক বার্তা থেকে)
লেটস মুভ, রাজশাহী মুভ/ আমরা দুরন্ত রাজশাহী— দলকে মাঠের পারফরম্যান্সে উজ্জীবিত করবে এমন কথামালা নিয়ে লেখা হচ্ছে দুরন্ত রাজশাহীর টিম অ্যানথেম। অ্যানথেমের পরতে পরতে থাকবে রাজশাহী, বাংলাদেশের গল্প, আন্তর্জাতিক প্রসঙ্গও। ব্র্যান্ডেড এ টিম অ্যানথেমটি লিখেছেন ব্র্যান্ড বিশেষজ্ঞ ও স্বনামধন্য গীতিকার মাহমুদ খুরশিদ। সঙ্গীতায়োজন করবেন ফুয়াদ ও তার ব্যান্ড দলের সদস্যরা মিলে। দুরন্ত রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরিই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে তাদের টিম অ্যানথেম। তাদের প্রত্যাশা, অ্যানথেমটি কেবল বিপিএলই নয়, অন্যান্য আসরেও রাজশাহীর ক্রিকেটার ও সমর্থকদের উজ্জীবিত করবে। দুরন্ত রাজশাহীর অফিসিয়াল পেজ facebook.com / durontorajshahi এবং চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে টিম অ্যানথেমটি।
জাতীয় দল মাঠে নামার পর জাতীয় সঙ্গীত গায়। ক্লাবভিত্তিক দলগুলোর থাকে টিম অ্যানথেম। অবশ্য টিম অ্যানথেম প্রচলিত ইউরোপের ফুটবলে; ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল ছাড়া স্প্যানিশ ক্লাবগুলোর নিজস্ব টিম অ্যানথেম আছে। তবে বিপিএলে এবার টিম অ্যানথেমের প্রথম চমকটি উপহার দিতে যাচ্ছে ডিজিটাল অটোকেয়ার গ্রুপের দুরন্ত রাজশাহীই।
(সংশোধিত খবর বনিক বার্তা থেকে)