1.29.2012

‘ইএসপিএন’ দেখাবে বিপিএল টি-২০ ম্যাচ


বিপিএল দেখাবে ইএসপিএন ঘটনাটা একেবারেই উল্টো হলো এবার। এত দিন ইএসপিএনের কাছ থেকে বড় বড় আসরের খেলা দেখানোর স্বত্ব কিনেছে বাংলাদেশের টিভি চ্যানেল। কিন্তু এবার বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটের খেলা সম্প্রচারের জন্য চ্যানেল নাইনের কাছ থেকে স্বত্ব কিনেছে ইএসপিএন। এ কথা নিশ্চিত করেছেন চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান। এরই মধ্যে ইএসপিএনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ ব্যাপারে তাঁদের চুক্তি হয়েছে। এ ছাড়া ইউরোপ, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিপিএল টি- টোয়েন্টি ক্রিকেটের খেলা সরাসরি দেখানোর ব্যাপারে বিভিন্ন টিভি চ্যানেলের সঙ্গে আলোচনা করছে চ্যানেল নাইন কর্তৃপক্ষ। আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বিপিএল টি- টোয়েন্টি ক্রিকেট। টুর্নামেন্টের সব কটি খেলা সরাসরি দেখাবে চ্যানেল নাইন।