1.17.2012

বিপিএলের প্রথম দল হিসাবে দুরন্ত রাজশাহীর লোগো উন্মোচন

১৬ জানুয়ারীঃ   বিপিএলের দলগুলোর মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু হয়ে গেছে। সোমবার দুপুরে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের প্রেজেন্টেশন নিয়ে আলোচনা যখন চলছে তখনই মিরপুর স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজশাহীর নাম ও লোগো উন্মোচন করা হয়। ১৯ জানুয়ারি নিলাম অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বিপিএলে রাজশাহী দলের নাম ‘দুরন্ত রাজশাহী’। সোমবার দুপুর ১-৩০টায় শুরু হবার কথা থাকলেও লোগো উন্মোচন অনুষ্ঠানটি শুরু হয় প্রায় ২০ মিনিট পর।

বিসিবির মিডিয়া সেন্টারের প্রবেশ পথেই নজরে পরে মাঝারি সাইজের গেইটে বেলুন আর ফুল দিয়ে সাঁজানো। তাতেই জানা হয়ে যায় রাজশাহী মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। ভেতরে মূল মঞ্চটির সামনে রাজশাহী সিল্ক আর ফুল দিয়ে সাঁজানো। মঞ্চের পেছনে সবুজ শ্যামল বাংলায় ছবি। এই ছবির পেছনেই লুকানো ছিল দুরন্ত রাজশাহীর লোগো।

এরপরই মঞ্চে আসেন রাজশাহী দলের চেয়ারম্যান মুশফিকুর রহমান মোহন। তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে রাজশাহীর আইকন ক্রিকেটার জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম মঞ্চে উঠে আসেন। তবে একা নন। জাগো ফাউন্ডেশনের ১১ জন সুবিধাবঞ্চিত স্কুলছাত্রকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন মুশফিকুর রহিম। মুশফিক মঞ্চ থেকে নেমে যাবার সঙ্গে সঙ্গেই মঞ্চের লাইট বন্ধ হয়ে যায়। স্কুলছাত্ররা বাংলার সবুজ শ্যামল ছবিটি টেনে নামিয়ে দেয়। ভেতর থেকে বেরিয়ে আসে ‘শৈশব, কৈশোর, তারুণ্য’ এই তিনটি শব্দ দিয়ে সাঁজানো লোগো।

এরপর একে একে সব ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন মুশফিকুর রহমান মোহন। আর জাগো ফাউন্ডেশনের লিয়াজোঁ অফিসার মেসা আলীর হাতে তুলে দিলেন ক্রিকেট সামগ্রী।

এরপর মঞ্চে রাজশাহীর চেয়ারম্যান একে একে ঢেকে নেন আইকন ক্রিকেটার মুশফিকুর রহিমকে, দলের কোচ খালেদ মাসুদ পাইলট, দুই উপদেষ্টা আতাহার আলী খান আর সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে। দুরন্ত রাজশাহীর লোগো সম্বলিত ব্লেজার চেয়ারম্যানকে পড়িয়ে দেন রাজশাহীর মিডিয়া ম্যানেজার। আর অন্যান্যদের ব্লেজার পড়িয়ে দেন চেয়ারম্যান নিজেই।

মিডিয়াতে প্রচারিত হয়েছে আইকন ক্রিকেটার দলের বিদেশী ক্রিকেটারের দলের চেয়ে পাঁচ শতাংশ বেশি টাকা পাবে। এ নিয়ে নাকি অনেক দলেই সমালোচনা হয়েছে। এই প্রশ্নের জবাবে রাজশাহীর চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, “বিপিএল গভর্নিং কমিটি যে সিদ্ধান্ত দেবে আমরা তাই মেনে চলব।”
দল নিয়ে মুশফিকের পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, “আমি তো চাইব সেরা দল বানাতে। এরই মধ্যে আমাদের বৈঠক হয়েছে। আশা করছি ভাল কিছুই করতে পারব।”

উপদেষ্টার দায়িত্ব নেয়া আতাহার আলী শুরুতেই বিতর্কমূলক বক্তব্য দেন। তিনি বলেন, “আমাদের সঙ্গে ক্রিকেটারদের যোগাযোগ হচ্ছে। আশা করছি ভাল দল গড়তে পারব।” এমন বক্তব্যে সংবাদ সম্মেলনে অনেকেই পাল্টা জানতে চান- নিলামের আগে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ আইনসিদ্ধ কিনা? পরে আতাহার আলী বলেন, “আমি বিষয়টি সেভাবে বোঝাতে চাইনি। আমি বলতে চেয়েছি আমরা ক্রিকেটারদের তালিকা তৈরি করেছি। অনেকের সঙ্গেই আমাদের পুরাতন সম্পর্ক আছে। সেদিক বিবেচনা করেই বলেছি মাত্র।”

আতাহারের বক্তব্য সমর্থন করে চেয়ারম্যান বলেন, “আসলে তিনি সঠিকভাবে বোঝাতে পারেননি। আমার টার্গেট ওয়েস্ট ইন্ডিজের ক্রিজ গেইল আর পাকিস্তানের আব্দুর রাজ্জাকের দিকে। আমরা ভাল দলই গড়ব।”

অনুষ্ঠানের শেষ দিকে সাবেক ক্রিকেটার ফারুক আহমেদকে প্রশ্ন করা হয় রাজশাহীর ক্রিকেটাররা কি নিলামে অগ্রাধিকার পাবে? জবাবে তিনি বলেন, “আমরা একটি দল নিয়ে পরিকল্পনা করেছি।”

খবরঃ  বার্তা২৪ ডটনেট/এটি