2.11.2012

জয় দিয়ে শুরু চিটাগং কিংসের বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)শুক্রবার দ্বিতীয় ম্যাচে রাজসিক জয় পেয়েছে চিটাগং কিংস। নিজেদের উদ্বোধনী ম্যাচে ৫৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দুরন্ত রাজশাহীকে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে তৃতীয় উইকেটে নাসির জামশেদ ও জেসন রয়ের ৪৯ বলে ৯১ রানের এবং পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহ ও ডোয়াইন ব্রাভোর ৩৪ বলে ৭৮ রানের চমৎকার দুইটি জুটির সুবাদে ৪ উইকেটে ২০৬ রান করে চট্টগ্রাম কিংস। বিশাল রানের তাড়া করতে নেমে শুরুতেইহোঁচট খায় দুরন্ত রাজশাহী। ব্যক্তিগত রানের খাতা খোলার আগে দলীয় শূন্য রানের মাথায় ডোইয়ান ব্রাভোর বলে আউট হন শেন ইরভান। এরপরই একটি ছয় হাঁকিয়ে ব্রাভোকে ভয় পাইয়ে দেন স্বদেশি মারলোন স্যামুয়েলস!কিন্তু নিজেকে সংযত করতে পারেননি স্যামুয়েলস। তার খেসারত দেন একই বোলারের বলে আউট হয়ে। পরপর দুুই ব্যাটসম্যানকে আউট করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কিংস। আব্দুল রাজ্জাক (২১),জুনায়েদ সিদ্দিক (৪২) কাইসার আব্বাস (৩)ও মুশফিকুর রহিম (২২)ফিরে গেলে জয়ের সুবাদ পেতে শুরু করে মাহমুদউল্লাহর দল। শেষপর্যন্ত ম্যাচে ফিরতে পারেনি দুরন্ত। সব উইকেট হারিয়ে ১৫৩ রান করতে সমর্থ হয় তারা। এরপর অধিনায়ক মুশফিকুর রহিম ২২ ও সাব্বির রহমান অপরাজিত ৪১ রান করলেও বড় হার এড়াতে তা যথেষ্ঠ ছিলো না। চট্টগ্রামের পক্ষে ৩টি করে উইকেট নেন ডোয়াইন ব্রাভো ও এনামুল হক জুনিয়র। এজন্য ব্রাভো দেন ১৭ রান। এনামুল দেন ২৭। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৩১ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান-আইকন খেলোয়াড় তামিম ইকবাল (৩)ও জহুরুল ইসলামকে (১১) হারিয়ে চাপে পড়ে গিয়েছিলো চট্টগ্রাম কিংস। তবে তৃতীয় উইকেটে জামশেদ ও রয় মিলে সেখান থেকে দলকে ভালো অবস্থানে নিয়ে যান। দুজনই রাজশাহীর বোলারদের উপর তান্ডব চালান। তবে ওই দুই ব্যাটসম্যান বেশ কয়েকবার ক্যাচ তুললেও ফিল্ডাদের ব্যর্থতায় সফল হতে পারেনি রাজশাহী।

সৈয়দ রাসেলের বলে বিশাল ছক্কা মেরে অর্ধশতকে পৌঁছান বাঁহাতি ব্যাটসম্যান জামশেদ। তবে সেখান থেকে আর বেশি দূর যেতে পারেননি। ৫৬ রান করে কায়সার আব্বাসের বলে লং অফে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন তিনি। ৩৮ বলের ওই ইনিংসে ৫টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি। তার আগেই অবশ্য মারলোন স্যামুয়েলসের বলে বোল্ড হয়ে যান রয়। ২৫ বলে ৩টি চার ও ৩টি ছক্কার সাহায়্যে ৪৩ রান করেন তিনি। ছয় রানের ব্যবধানে রয় ও জামশেদকে হারালেও রান তোলার গতি থামেনি চট্টগ্রামের। বরং অধিনায়ক মাহমুদুল্লাহ ও ডোয়াইন ব্রাভোর ব্যাট আরো বেশি নিষ্ঠুর ছিলো রাজশাহীর বোলারদের উপর। দুজনই অপরাজিত থাকেন।

চিটাগং কিংস ইনিংস: ২০৬/৪ (ওভার ২০)
দুরন্ত রাজশাহী ইনিংস: ১৫৩ (ওভার ১৯.৫)
ফল: কিংস ৫৩ রানে জয়ী

খবরঃ বাংলাবার্তা ২৪