2.11.2012

এখন আমার ভাবনায় শুধুই বরিশাল বার্নার্স: গেইল

অনেক দিন ধরেই তিনি ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে উপেক্ষিত। তবে ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি দেশের বাইরে নিয়মিত ব্যাট হাতে নামছেন ক্রিস গেইল। যেখানেই খেলুন না কেন, তার ব্যাটের তান্ডবে প্রতিপক্ষ বোলারদের একেবারে অসহায় অবস্থা। শুক্রবার বিপিএলের উদ্বোধনী ম্যাচে যেমন সিলেট রয়্যালসের বোলারদের নামিয়ে আনলেন সাধারণ স্তরে। অসাধারণ ইনিংস খেলে মাঠ থেকে বেরিয়ে এসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সঙ্গে বিপিএল, টি-টোয়েন্টি ক্রিকেটসহ বিভিন্ন প্রসঙ্গে কথা বললেন গেইল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: বিপিএল বাংলাদেশের তরুণদের জন্য কতটা উপকারে আসবে? তাদের প্রতি আপনার পরামর্শ কী?

ক্রিস গেইল: বিপিএল অবশ্যই বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের জন্য অনেক কিছু শেখার বড় মঞ্চ। অনেক আন্তর্জাতিক ক্রিকেট তারকা এই টুর্নামেন্টে খেলতে এসেছেন। তাদের কাছ থেকে তরুণদের অনেক কিছু শেখার আছে। অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে কথা বললে তরুণরা নিজেদের দুর্বলতা ও শক্তির দিকগুলো সম্পর্কে ভালোভাবে জানতে পারবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: শুক্রবার টি-টোয়েন্টি ক্রিকেটে ৩ হাজার রানের মাইল ফলক স্পর্শ করলেন। টি-টোয়েন্টিতে আপনার লক্ষ্য কী?

গেইল: আমি অবশ্যই এখানে থেমে থাকতে চাই না। টি-টোয়েন্টিতে যত বেশি সম্ভব রান করতে চাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: টি-টোয়েন্টিতে আপনার অনেকগুলো বড় ইনিংস রয়েছে। এই ইনিংস গুলো কিভাবে গড়ে তুলেছেন?

গেইল: যে কোনো ইনিংস গড়তে মনঃসংযোগ অত্যন্ত জরুরি। টি-টোয়েন্টিতে প্রথম ছয় ওভার খুব গুরুত্বপূর্ণ। ফিল্ডিংয়ে বাধ্যবাধকতা থাকায় এ সময় দ্রুত রান করার সুযোগ পাওয়া যায়। অবশ্য ঝুঁকিপূর্ণ শটও খেলতে হয়। মাঝের ওভারগুলোতে ক্রিজে টিকে থেকে রান করাই বেশি গুরুত্বপূর্ণ। এ সময়ে এক-দুইয়ের ওপর নির্ভর করা এবং শেষ দিকে আবারো আক্রমণাত্মক হলেই বড় ইনিংস খেলা সম্ভব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: টি-টোয়েন্টি ক্রিকেটে আপনার এত চাহিদার পেছনে রহস্য কি?

গেইল: আমি সব সময় নিজের সহজাত ক্রিকেট খেলতে পছন্দ করি। এটাই হয়তো কারণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: সিলেট রয়্যালস অধিনায়ক পিটার ট্রেগো বলেছেন, এই মুহূর্তে পৃথিবীর সব ক্লাবই আপনাকে তাদের দলে চায়। এটাকে কিভাবে দেখছেন?

গেইল: নিঃসন্দেহে দারুণ অনুপ্রেরণাদায়ী মন্তব্য। এই ফরম্যাটটা আমি ভীষণ উপভোগ করি। এর আগে আইপিএল এবং অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি বিগব্যাশে ভালো করেছি। সেটাই হয়তো আমাকে দলে নিতে চাওয়ার কারণ। তবে এই মুহূর্তে আমি বরিশাল র্বার্নার্সের খেলোয়াড়। এখন আমার ভাবনা শুধু বরিশাল বার্নার্সকে ঘিরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: গত বিশ্বকাপে গ্যালারি দর্শকে পরিপূর্ণ ছিলো। অথচ বিপিএলের উদ্বোধনী দিনে গ্যালারি অনেকটাই ফাঁকা। এতে কি আপনি বিস্মিত?

গেইল: বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল। প্রথম দিন বলে হয়তো তেমন দর্শক আসেনি। তবে আমি মনে করি বিপিএল একটা দারুণ টুর্নামেন্ট হতে যাচ্ছে। আশা করি পরের ম্যাচগুলোতে অনেক দর্শক মাঠে আসবেন। 


খবরঃ বিডিনিউজ ২৪