2.07.2012

বিপিএলের ম্যাচ রেফারি প্রক্টর-রকিবুল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার মাইক প্রক্টর এবং বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসান।

বিসিবির আম্পায়ার কমিটির ব্যবস্থাপক জামাল বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এই তথ্য।

দুজন বিদেশিসহ ৯ জন আম্পায়ার পরিচালনা করবেন বিপিএলের প্রথম আসর। অস্ট্রেলিয়ার ডেভিড অরচার্ড ও ইংল্যান্ডের জেমি লয়েডের সঙ্গে থাকবেন বাংলাদেশের প্রথম টেস্ট আম্পায়ার এনামুল হক মনি এবং আনিসুর রহমান, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, গোলাম মোস্তাদির লিটু, গাজী সোহেল, তানভীর ও মাসুদুর রহমান মুকুল।

আইসিসির দুর্নীতি ও নিরাপত্তা ইউনিটের দুই সদস্য ডেভিড বেইলি ও হাওয়ার্ড বিয়ার এবং ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকার পর্যবেক্ষক এডওয়ার্ড টনটার্ডও বিপিএল উপলক্ষ্যে ঢাকায় আসছেন।

খবরঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম