বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র উদ্বোধনী অনুষ্ঠানটা যে জমকালো হবে এনিয়ে কোন সন্দেহ নেই। নৃত্য-গিতের সমাহারে মোহিত হবেন দর্শকরা।
ভারতীয় চিত্র তারকাদের দোলায় দোল খাবে দর্শক গ্যালারি। বিপাশা বসু, মালাইকা অরোরা ও ঋতুপর্না সেন নাচের তালে তালে উতলা করবেন দর্শকদের। শান ও বাপ্পি লাহেরির সুরের মুর্ছনায় মোহিত হবেন হাজার হাজার দর্শক।
ভারতীয় শিল্পীদের পাশাপাশি দেশের চিত্র তারকা, নৃত্য শিল্পী ও সঙ্গীত পরিবেশক দলের উপস্থিতিও থাকবে উদ্বোধনী অনুষ্ঠানে। নৃত্য পরিবেশন করবেন নিপা ও শিবলী। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সাকিব খান এবং অপু বিশ্বাসও মাতাবেন মঞ্চ।
আয়্যুব বাচ্চু, মিলা ও মাইলসের কথা তো বলাই হয়নি। দেশের জনপ্রিয়ি এই কণ্ঠ শিল্পীরাও থাকছেন উদ্বোধনী অনুষ্ঠানে। আরও অনেক আকর্ষণীয় পর্ব নিয়ে প্রায় তিন ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠান হবে ৯ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। যথারীতি সবশেষ আকর্ষণ, আতশ বাজির বর্ণীল আলোয় আলোকিত হবে শেরেবাংলা স্টেডিয়ামের আকাশ।
খবরঃ বাংলানিউজ ২৪
ভারতীয় চিত্র তারকাদের দোলায় দোল খাবে দর্শক গ্যালারি। বিপাশা বসু, মালাইকা অরোরা ও ঋতুপর্না সেন নাচের তালে তালে উতলা করবেন দর্শকদের। শান ও বাপ্পি লাহেরির সুরের মুর্ছনায় মোহিত হবেন হাজার হাজার দর্শক।
ভারতীয় শিল্পীদের পাশাপাশি দেশের চিত্র তারকা, নৃত্য শিল্পী ও সঙ্গীত পরিবেশক দলের উপস্থিতিও থাকবে উদ্বোধনী অনুষ্ঠানে। নৃত্য পরিবেশন করবেন নিপা ও শিবলী। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সাকিব খান এবং অপু বিশ্বাসও মাতাবেন মঞ্চ।
আয়্যুব বাচ্চু, মিলা ও মাইলসের কথা তো বলাই হয়নি। দেশের জনপ্রিয়ি এই কণ্ঠ শিল্পীরাও থাকছেন উদ্বোধনী অনুষ্ঠানে। আরও অনেক আকর্ষণীয় পর্ব নিয়ে প্রায় তিন ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠান হবে ৯ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। যথারীতি সবশেষ আকর্ষণ, আতশ বাজির বর্ণীল আলোয় আলোকিত হবে শেরেবাংলা স্টেডিয়ামের আকাশ।