বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রস্তুতি হিসেবে মঙ্গলবার রাতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম বারের মতো অনুশীলন করে খুলনা রয়েল বেঙ্গলস। অনুশীলনে উপস্থিত ছিলেন খুলনার তিন তারকা ব্যাটসম্যান সনাৎ জয়াসুরিয়া, হার্শেল গিবস ও শিবনারায়ণ চন্দরপল। ছিলেন আয়ারল্যান্ডের নিয়াল ও’ব্রায়েনও।
বাংলাদেশের তারকাদের মধ্যে অধিনায়ক সাকিব আল হাসান, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম এবং শাহাদাত হোসেন রাজিবকেও প্রথম দিনের অনুশীলনে পেয়েছেন খুলনা রয়েল বেঙ্গলসের প্রধান কোচ রবিন সিং।
ওয়ানডে ইতিহাসের অন্যতম আক্রমণাত্মক ব্যাটসম্যান জয়াসুরিয়া খুব বেশি টি-টোয়েন্টি খেলেননি। তবে নিজের সহজাত ব্যাটিংয়ের কারণে ২০ ওভারের ক্রিকেটকে অচেনা বলেও মনে হয় না শ্রীলঙ্কার সাবেক অধিনায়কের।
তিনি বলেন, “আমি আক্রমণাত্মক ব্যাটিং পছন্দ করি। বিপিএলের জন্য আমি নিজেকে ভালোভাবে প্রস্তুত করেছি। এই টুর্নামেন্টে নিজের স্বাভাবিক খেলা খেলতে চাই।”
বাংলাদেশে এসে গিবস রোমাঞ্চিত। তিনি বলেন, “বিপিএল থেকে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা অনেক কিছু শিখতে পারবে।”
শুধু ক্রিকেটাররা নন, এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশের ক্রিকেটও দারুণ লাভবান হবে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার এই উদ্বোধনী ব্যাটসম্যান। তিনি বলেন, “বাংলাদেশ ক্রমশ উন্নতি করছে। তাদের দলটি তরুণদের নিয়ে গড়া। তারা যত খেলবে ততই ভালো করবে।”
“বিপিএলে তাদের শারীরিক-মানসিক অবস্থারও ভালো পরীক্ষা হবে। আন্তর্জাতিক ক্রিকেটে এই অভিজ্ঞতা তাদের কাজে আসবেই,” যোগ করেন গিবস।
বাংলাদেশের তারকাদের মধ্যে অধিনায়ক সাকিব আল হাসান, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম এবং শাহাদাত হোসেন রাজিবকেও প্রথম দিনের অনুশীলনে পেয়েছেন খুলনা রয়েল বেঙ্গলসের প্রধান কোচ রবিন সিং।
ওয়ানডে ইতিহাসের অন্যতম আক্রমণাত্মক ব্যাটসম্যান জয়াসুরিয়া খুব বেশি টি-টোয়েন্টি খেলেননি। তবে নিজের সহজাত ব্যাটিংয়ের কারণে ২০ ওভারের ক্রিকেটকে অচেনা বলেও মনে হয় না শ্রীলঙ্কার সাবেক অধিনায়কের।
তিনি বলেন, “আমি আক্রমণাত্মক ব্যাটিং পছন্দ করি। বিপিএলের জন্য আমি নিজেকে ভালোভাবে প্রস্তুত করেছি। এই টুর্নামেন্টে নিজের স্বাভাবিক খেলা খেলতে চাই।”
বাংলাদেশে এসে গিবস রোমাঞ্চিত। তিনি বলেন, “বিপিএল থেকে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা অনেক কিছু শিখতে পারবে।”
শুধু ক্রিকেটাররা নন, এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশের ক্রিকেটও দারুণ লাভবান হবে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার এই উদ্বোধনী ব্যাটসম্যান। তিনি বলেন, “বাংলাদেশ ক্রমশ উন্নতি করছে। তাদের দলটি তরুণদের নিয়ে গড়া। তারা যত খেলবে ততই ভালো করবে।”
“বিপিএলে তাদের শারীরিক-মানসিক অবস্থারও ভালো পরীক্ষা হবে। আন্তর্জাতিক ক্রিকেটে এই অভিজ্ঞতা তাদের কাজে আসবেই,” যোগ করেন গিবস।
খবরঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম