জমকালো উদ্বোধনের পর শুক্রবার মাঠে গড়াচ্ছে প্রথমবারের মতো আয়োজিত দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল টি-২০ ক্রিকেট আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)।
শুক্রবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বরিশাল বার্নার্সের মুখোমুখি হবে সিলেট রয়েলস।
আর সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম কিংস খেলবে দূরন্ত রাজশাহীর বিপক্ষে।
এর আগে গতকাল বৃহস্পতিবার জমজমাট এ আসরের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বেশ কয়েকজন দেশি-বিদেশি তারকা শিল্পী।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু ও একদল কিশোর-কিশোরীকে সাথে নিয়ে একুশের অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান।
এরপর বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ ও ভারতের শানকে নিয়ে বিপিএলের থিম সং ‘বাইশ গজে আগুন জ্বলে, যুদ্ধ শুরু ব্যাটে-বলে’ পরিবেশন করেন ভারতীয় শিল্পী বাপ্পি লাহিড়ী।
থিম সং এর পরে দলীয় পতাকা হাতে আইকন খেলোয়াড়দের সামনে রেখে মাঠে প্রবেশ করে প্রতিযোগিতায় অংশ নেয়া ছয়টি দল। এতে সবার আগে ছিলো শাহরিয়ার নাফীসের নেতৃত্বাধীন বরিশাল বার্নার্স।
আজ থেকে শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকায় হবে বিপিএলের ১৪টি ম্যাচ। ১৮ ফেব্রুয়ারি থেকে বন্দরনগরী চট্টগ্রামে হবে বিপিএলের পরের ৮টি ম্যাচ। আবার ২৪-২৭ ফেব্রুয়ারি প্রথম পর্বের শেষ আটটি ম্যাচ হবে ঢাকায়। ২৮ ফেব্রুয়ারি দুই সেমিফাইনাল এবং ২৯ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে।