আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ব্যাটে-বলে লড়াই। ছয়টি বিভাগীয় দলকে নিয়ে দেশে প্রথমবারের মতো আয়োজিত এই ব্যাট-বলের এই লড়াই চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আজকের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বরিশাল বার্নার্স ও সিলেট রয়েল বেঙ্গলস। দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। বিপিএলের সিডিউলে প্রতিদিন দুইটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের অপর ম্যাচে দুরন্ত রাজশাহী খেলবে চট্টগ্রাম কিংস-এর বিপক্ষে সন্ধ্যা ৬-৩০টায়। ১০ থেকে ১৬ ফেব্রুয়ারি ঢাকায় হবে ১৪টি ম্যাচ। এরপর ১৮ ফেব্রুয়ারি থেকে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হবে বিপিএলের পরের ম্যাচগুলো। চট্টগ্রামে ম্যাচ হবে মোট ৮টি। ২৪-২৭ ফেব্রুয়ারি প্রথম পর্বের শেষ আটটি ম্যাচ হবে ঢাকা। ২৮ ফেব্রুয়ারি হবে দুটি সেমিফাইনাল এবং ২৯ ফেব্রুয়ারি হবে বিপিএল’র ফাইনাল।