সেরা খেলোয়াড় পাবেন গাড়ি
বিপিএল প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ১৫০০ সিসি গাড়ি ও ফাইনালের সেরা খেলোয়াড় পাবে মোটরসাইকেল। গতকাল বিকালে বিপিএল থেকে এই ঘোষণা করা হয়। ব্র্র্যান্ড নিউ হোন্ডা সিটি ১.৫ এল পুরস্কার হিসেবে দেয়া একটি চুক্তিও আজ হয়েছে বিপিএলের সঙ্গে। আর এই চুক্তি হয়েছে হোন্ডা অটোমোবাইলের বাংলাদেশী অথরাইজড কোম্পানি ডিএইচএস মটরস’র সঙ্গে। মিরপুরে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গেম অনের পক্ষ থেকে স্বাক্ষর করেন সিইও সৈয়দ জাকারিয়া জুফরি এবং ডিএইচএস মটরস’র পক্ষে চেয়ারম্যান ওবায়েদ নিজাম।
৯ আম্পায়ারের ২ জন বিদেশী
বিপিএল প্রথম আসরে মাঠে আম্পায়ারের দায়িত্বপালন করবেন সাত দেশী আম্পায়ারের সঙ্গে দুই বিদেশী আম্পায়ার। ম্যাচ রেফারির দায়িত্বপালন করবেন মাইক প্রক্টর ও বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। বিসিবির আম্পায়ার কমিটির ম্যানেজার জামাল বাবু মঙ্গলবার বিকালে এ তথ্য জানিয়েছেন। বিদেশী আম্পায়ার দু’জন হলেন ডেভিড অর্চার্ড এবং অন্যজন জেমি লয়েড। দেশী আম্পায়ার হলেন, এনামুল হক মনি, আনিসুর রহমান, শরফুদৌলা ইবনে শহীদ সৈকত, গোলাম মোস্তাদির লিটু, গাজী সোহেল, তানভীর ও মাসুদুর রহমান মুকুল।
দুর্নীতি ও নিরাপত্তা পর্যবেক্ষক আসছেন
দুর্নীতি ও নিরাপত্তা ইউনিটের দুই সদস্য বিপিএল পর্যবেক্ষণ করতে ঢাকায় আসবেন। এই দুই সদস্য হলেন- ডেভিড বেইলি ও হাওয়ার্ড বিয়ার। এছাড়া আসছেন ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকার পর্যবেক্ষক এডওয়ার্ড টনটার্ড।
খবরঃ মানবজমিন
বিপিএল প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ১৫০০ সিসি গাড়ি ও ফাইনালের সেরা খেলোয়াড় পাবে মোটরসাইকেল। গতকাল বিকালে বিপিএল থেকে এই ঘোষণা করা হয়। ব্র্র্যান্ড নিউ হোন্ডা সিটি ১.৫ এল পুরস্কার হিসেবে দেয়া একটি চুক্তিও আজ হয়েছে বিপিএলের সঙ্গে। আর এই চুক্তি হয়েছে হোন্ডা অটোমোবাইলের বাংলাদেশী অথরাইজড কোম্পানি ডিএইচএস মটরস’র সঙ্গে। মিরপুরে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গেম অনের পক্ষ থেকে স্বাক্ষর করেন সিইও সৈয়দ জাকারিয়া জুফরি এবং ডিএইচএস মটরস’র পক্ষে চেয়ারম্যান ওবায়েদ নিজাম।
৯ আম্পায়ারের ২ জন বিদেশী
বিপিএল প্রথম আসরে মাঠে আম্পায়ারের দায়িত্বপালন করবেন সাত দেশী আম্পায়ারের সঙ্গে দুই বিদেশী আম্পায়ার। ম্যাচ রেফারির দায়িত্বপালন করবেন মাইক প্রক্টর ও বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। বিসিবির আম্পায়ার কমিটির ম্যানেজার জামাল বাবু মঙ্গলবার বিকালে এ তথ্য জানিয়েছেন। বিদেশী আম্পায়ার দু’জন হলেন ডেভিড অর্চার্ড এবং অন্যজন জেমি লয়েড। দেশী আম্পায়ার হলেন, এনামুল হক মনি, আনিসুর রহমান, শরফুদৌলা ইবনে শহীদ সৈকত, গোলাম মোস্তাদির লিটু, গাজী সোহেল, তানভীর ও মাসুদুর রহমান মুকুল।
দুর্নীতি ও নিরাপত্তা পর্যবেক্ষক আসছেন
দুর্নীতি ও নিরাপত্তা ইউনিটের দুই সদস্য বিপিএল পর্যবেক্ষণ করতে ঢাকায় আসবেন। এই দুই সদস্য হলেন- ডেভিড বেইলি ও হাওয়ার্ড বিয়ার। এছাড়া আসছেন ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকার পর্যবেক্ষক এডওয়ার্ড টনটার্ড।
খবরঃ মানবজমিন