2.08.2012

স্পিনই মূল শক্তি চট্টগ্রাম কিংসের

বিপিএলে সবচেয়ে দামি দলটি হল চট্টগ্রাম কিংস। সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ চট্টগ্রামের কোচ হিসাবে দলকে পরিচালিত করবেন। বাংলাদেশের পিচের কথা মাথায় রেখেই স্পিন আধিক্য দল গড়েছে চট্টগ্রাম। দলে আছে মারমুখী ব্যাটসম্যান তামিম ইকবাল। যিনি এই দলের আইকন ক্রিকেটার।
সঙ্গে আছেন আরেক আক্রমনাত্মক ব্যাটসম্যান নাসির জামসেদ। ইনিংসের মাঝখানে ঝড় তোলার জন্য আছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। জহুরুল ইসলামের সাথে শেষ দিকে ঝড় তোলার জন্য রয়েছে জিয়াউর রহমান এবং শামসুর রহমান।

তবে দলের দুই অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো এবং অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বোলিং এবং ব্যাটিংয়ে যতটা ভাল করবেন চট্টগ্রামের শিরোপা সম্ভাবনা ততই বেশী। মুত্তিয়া মুরালীধরন, এনামুল হক এবং জেরম টেইলর মিলে শক্তিশালী বোলিং অ্যাটাক রয়েছে চট্টগ্রামের। আরাফাত সানী এবং সানজামুল হকও যে কোন মুহুর্তে বোলিং এর নেতৃত্ব দিতে পারেন। উইকেট কিপারের দায়িত্ব ভাগাভাগি করে নিবেন জহুরুল হক এবং লেন্ডলি সিমন্স।

তামিম ইকবালকে নিয়ে শিরোপা স্বপ্ন বুনছে চট্টগ্রাম। মারমার কাট কাট ব্যাটিং এর জন্য সবার কাছে পরিচিত তামিমের উপরই সবার নজর থাকবে। যদিও কিছুদিন আগে থেকে তামিম ইঞ্জুরি এবং ফর্মহীনতায় ভুগছেন।

টি-টোয়েন্টির বাজারে কিছু ক্রিকেটার নিজেদের ব্র্যান্ড বানিয়ে ফেলেছেন। তাদের মধ্যে একজন হলেন ডোয়াইন ব্রাভো। ব্যাটে বলে সমান দক্ষ এই অল রাউন্ডার একাই অনেক ম্যাচ জিতিয়েছেন।

বিপিএল এর নিলামের আগে জহুরুল ইসলাম প্রিমিয়ার লীগে ২ টি সেঞ্চুরী করেন। তার দক্ষতা এবং শট খেলার কারনে চট্টগ্রাম তাকে দলে ভিড়িয়েছে। ১১০,০০০ মার্কিন ডলারে  কেনা জহুরুলের সাথে আছে এক সময় জাতীয় দলে খেলা ব্যাটসম্যান ফয়সাল হোসেন এবং এনামুল হক। সব মিলিয়ে বিপিএলে প্রথম শিরোপাটির দাবিদার চট্টগ্রাম কিংস।

খবরঃ  বিডিস্পোর্টসনিউজ