2.08.2012

বিপিএল এর চিটগং কিংসের ব্র্যান্ড এ্যাম্বাসেডর হলেন তারা

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ( বিপিএল) এর চিটগং কিংস-ব্র্যান্ড এ্যাম্বাসেডর হলেন পাঁচজন র‌্যাম্প মডেল। তারা হলেন ফারজানা বুবলি, আজরা, লিসা, মৌ ও রুমা। বিপিএল-এর অন্যান্য দলের ব্র্যান্ড এম্বাসেডর অভিনয় শিল্পী কিংবা মডেল হলেও একমাত্র চিটগং কিংস-এর ব্র্যান্ড এ্যাম্বাসেডর হলেন র‌্যাম্প মডেল তারকারা। গত ৫ ফেব্রুয়ারি এই পাঁচ র‌্যাম্প মডেল তারকা তাদের চুক্তিপত্রে স্বাক্ষর করেন। মূলত চিটগং কিংস-এর খেলা থেকে শুরু করে যাবতীয় অন্যান্য ইভেন্টস এর জন্য ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন এই পাঁচ সুপার র‌্যাম্প মডেল। ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফারজানা বুবলি বলেন, ' এটা নিশ্চয়ই একজন র‌্যাম্প মডেল হিসেবে আমাদের ক্যারিয়ারের জন্য অনেক গর্বের এবং আনন্দের। আমরা সবাই চিটগং কিংস-এর হয়ে আন্তরিকভাবে কাজ করে যাবার চেষ্টা করবো। ' উল্লেখ্য বাংলাদেশ প্রিমিয়ার লীগের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি এবং ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মূল প্রতিযোগিতা।

খবরঃ করতোয়া