2.08.2012

নিজের মতো খেলতে পারলে ভালো করবো: তামিম

সময়টা ভালো যাচ্ছে না জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের। কয়েক মাস আগে বাংলাদেশ সফর করা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে জ্বলে উঠেনি তার ব্যাট। সবকিছু ছেড়ে ফেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগেই (বিপিএল) ঘুরে দাঁড়াতে মরিয়া বাঁহাতি এই ক্রিকেটার। প্রতিযোগিতা শুরুর আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন কথাই বলেছেন ‘চিটাগাং কিংস’র এই আইকন ক্রিকেটার।

কিংসকে ‘সেরা বিভাগ’ হিসেবে অভিহিত করে তামিম বলেন,‘জয়ের জন্য মাঠে নামবো আমরা। নিজেকে উজার করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। যদি সেরাটা খেলা খেলতে পারি, অবশ্যই ভালো করবো।’

কিংস’র সিইও সামির কাদের চৌধুরী বলেন, ‘প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে চাই আমরা। আর আমাদের মিডিয়া পার্টনার হিসেবে থাকবে স্থানীয় দুটি এফএম রেডিও। এরই মধ্যে তাদের সঙ্গে চুক্তিও করেছি। পাশাপাশি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গেও কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’

দলের উপদেষ্টা মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘ভালো দল গড়তে চেষ্টার কোন ক্রটি ছিলো না আমাদের। এ দলটিই সবার কাছে তুলে ধরবে চট্টগ্রামকে। প্রতিযোগিতায় জয়ের ব্যাপারে আমরা আশাবাদি।’

চিটাগং কিংসের কোচ অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইকেল বিভ্যান বলেন,‘তরুণ ও অভিজ্ঞদের মিশেলে দারুণ দল হয়েছে আমাদের।’

খবরঃ  বাংলানিউজ ২৪