2.09.2012

বিপিএল উদ্বোধনীতে তারকামেলা

0 Comments
আজ বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠান শুরু হবে। এতে অংশ নিচ্ছেন বাংলাদেশ ও ভারতের বেশকিছু শীর্ষ তারকা। বাংলাদেশ থেকে অনুষ্ঠানে থাকবেন শীর্ষ নায়ক শাকিব খান ও অপু বিশ্বাস। দু'জনই অনুষ্ঠানে পারফর্ম করবেন। আর বলিউড থেকে পারফর্ম করবেন বিপাশা বসু, 'মুনি্ন বদনাম হুয়ি'খ্যাত মালাইকা অরোরা ও ঋতুপর্ণা সেনগুপ্তা। পাশাপাশি গানের অনুষ্ঠানও রয়েছে। বাংলাদেশ থেকে অনুষ্ঠানে গান পরিবেশন করবে এলআরবি ও মাইলস। ভারত থেকে গান পরিবেশন করতে আসছেন বাপ্পি লাহিড়ী এবং শান। এ ছাড়া থাকছে নৃত্য। ১০০ শিল্পী নিয়ে নৃত্য পরিবেশন করবেন শিবলী মোহম্মদ ও শামীম আরা নীপা। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নওশীন এবং মুনমুন। অনুষ্ঠান প্রসঙ্গে নওশীন বলেন, 'আমরা পুরো অনুষ্ঠানটির জন্য প্রস্তুত। বেশ জমকালো আয়োজন। বিপিএলের উদ্বোধনী দিনেই দর্শক আনন্দে মেতে উঠবেন বলে আশা করছি আমরা।'

ভারত থেকে আজ সকালে তারকারা আসবেন।

পুরো অনুষ্ঠানটি চ্যানেল নাইন সরাসরি সম্প্রচার করবে। এরই মধ্যে সরাসরি সম্প্রচারের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নতুন এ চ্যানেলটি।

আইপিএলের মতো বিপিএলকে জনপ্রিয় করতে শুরু থেকেই শোবিজ তারকাদের সম্পৃক্ততা লক্ষ্য করা গেছে। চিটাগাং এবং বরিশাল বাদে বাকি দলগুলো তারকাদের অন্তর্ভুক্তি করেছে। ঢাকা গ্ল্যাডিয়টরের সঙ্গে আছেন নোবেল এবং বিন্দু। সিলেট রয়্যালস-এ আছেন ইমন, নিরব, সারিকা, পিয়াসা। দুরন্ত রাজশাহীতে আছেন ফুয়াদ এবং ডি রকস্টার শুভ। আর খুলনা দলে আছেন ফেরদৌস ও হাবিব।

খবরঃ বাংলাদেশ প্রতিদিন