2.07.2012

বিপিএল নিয়ে অনিশ্চয়তা: ক্লাবগুলোর ৮ ফেব্রুয়ারি পর্যন্ত আল্টিমেটাম

0 Comments
ঘরোয়া ক্রিকেট লিগ বন্ধ হওয়া এবং আবার চালু হওয়া নিয়ে অনেক ঝামেলা সৃষ্টি হয়েছিল। এর মধ্যেই ক্লাবগুলো জানিয়ে দিয়েছিল, লিগ শুরু না করলে বিপিএলে ক্লাবগুলো ক্রিকেটার ছাড়বে না। সমস্যার সমাধান হতে না হতেই আবারো বিপিএল নিয়ে নতুন করে জট সৃষ্টি হয়েছে।

এবার সত্যি সত্যিই বিপিএল গভর্নিং কাউন্সিল সমস্যায় পড়েছে। কারণ, ঘরোয়া ক্রিকেটের ১২ দলের মধ্যে তলানিতে থাকা সূর্যতরুণ ছাড়া বাকি দলগুলো একই প্লাটফর্মে দাঁড়িয়ে বিপিএল কর্তৃপক্ষকে আল্টিমেটাম দিয়েছে। ক্লাবগুলোর সঙ্গে এক মৌসুমের চুক্তির টাকার ২৫ শতাংশ যদি বিপিএল না দেয় তাহলে ক্লাবগুলো ক্রিকেটার ছাড়বে না।

১১টি ক্লাবের পক্ষ থেকে যৌথ স্বাক্ষরকৃত পত্রে বিপিএল গভর্নিং কাউন্সিলকে সোমবার বিকেলে এই আল্টিমেটাম দেয়া হয়েছে। এ তথ্য দিয়েছেন ভিক্টোরিয়ার ক্রিকেট কমিটির প্রধান লুৎফর রহমান বাদল।

তিনি বার্তা২৪ ডটনেটকে বলেন, ‘আমরা এক সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি। আমরা আমাদের বক্তব্যের পক্ষে সকলে এক সঙ্গে স্বাক্ষরকৃত পত্র বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে পাঠিয়ে দিয়েছি।

আমরা পত্রে উল্লেখ করেছি ৮ ফেব্রুয়ারির মধ্যে যদি বিপিএল আমাদের দাবি মেনে নেয়ার সিদ্ধান্ত ঘোষণা না করে তাহলে ঐদিনই আমরা আবারো নিজেদের মধ্যে আলোচনায় বসব। এবং আমরা আমাদের সিদ্ধান্ত ঘোষণা করব।’

অন্যদিকে, বিপিএলের কর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বিফল হতে হয়েছে। কোনো কর্মকর্তাই ফোন রিসিভ করেননি।

খোঁজ নিয়ে জানা যায়, বিপিএলের প্রধান কার্যালয়ে ক্লাবগুলোর আল্টিমেটামের চিঠি পৌঁছানোর পর থেকেই কর্তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং রাত পর্যন্ত চলে বিপিএলের সঙ্গে বিপিএলের স্বত্বাধিকার কিনে নেয়া গেম অনের পরিচালক অঞ্জন গাঙ্গুলীর রুদ্ধদ্বার বৈঠক। তবে বিপিএলের কোন সিদ্ধান্ত এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা সম্ভব হয়নি।

খবরঃ বার্তা২৪ ডটনেট