বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র দ্বিতীয় দিন দুইটি ম্যাচ হবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলবে ঢাকা গ্ল্যাডিয়েটরস ও খুলনা রয়েল বেঙ্গলস। পরের ম্যাচটি হবে বরিশাল বার্নাস ও দুরন্ত রাজশাহীর মধ্যে।
ঢাকার কোচ ইয়ান পন্টের দাবি তার দলে মানসম্পন্ন সব ক্রিকেটার আছে,‘খুবই ভালো একটি স্কোয়াড পেয়েছি। সবাইকে নিয়ে অনুশীলনও হয়েছে। সত্যি বলতে এই দল থেকে ১১ জনকে বেছে নেওয়া কঠিন কাজ।’
প্রতিপক্ষ খুলনাকে নিয়ে উদবিগ্ন নন তিনি,‘বিপিএল টি-টোয়েন্টিতে কে জিতবে কেউ বলতে পারে না। তবে কাগজে কলমে ঢাকা অনেক বড় দল। কিন্তু মাঠে খেলতে না পারলে কাগুজে সেরার মূল্য থাকে না।’
ঢাকার ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার কিয়েরন পোলার্ড দলের সঙ্গে শুক্রবারই প্রথম অনুশীলন করেছেন,‘আমি গতকাল (বৃহস্পতিবার) এসে প্রথম অনুশীলন করলাম। দলটাকে বেশ ভালোই মনে হচ্ছে। মাত্র কয়েকদিন হয় তারা অনুশীলন করছে। শিগগিরই সবাইকে জেনে যাবো।’
খুলনার সাকিব আল হাসান এবং শিবনারায়ন চন্দরপলের উচ্ছ্বসিত প্রসংসা করেন কিয়েরন,‘এই দু’জনই আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠিত খেলোয়াড়। সাকিব বাংলাদেশের সেরা এবং বিশ্ব অলরাউন্ডার। আর চন্দরপল ওয়েস্ট ইন্ডিজের বড় ক্রিকেটার।’
খবরঃ বাংলানিউজ ২৪
ঢাকার কোচ ইয়ান পন্টের দাবি তার দলে মানসম্পন্ন সব ক্রিকেটার আছে,‘খুবই ভালো একটি স্কোয়াড পেয়েছি। সবাইকে নিয়ে অনুশীলনও হয়েছে। সত্যি বলতে এই দল থেকে ১১ জনকে বেছে নেওয়া কঠিন কাজ।’
প্রতিপক্ষ খুলনাকে নিয়ে উদবিগ্ন নন তিনি,‘বিপিএল টি-টোয়েন্টিতে কে জিতবে কেউ বলতে পারে না। তবে কাগজে কলমে ঢাকা অনেক বড় দল। কিন্তু মাঠে খেলতে না পারলে কাগুজে সেরার মূল্য থাকে না।’
ঢাকার ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার কিয়েরন পোলার্ড দলের সঙ্গে শুক্রবারই প্রথম অনুশীলন করেছেন,‘আমি গতকাল (বৃহস্পতিবার) এসে প্রথম অনুশীলন করলাম। দলটাকে বেশ ভালোই মনে হচ্ছে। মাত্র কয়েকদিন হয় তারা অনুশীলন করছে। শিগগিরই সবাইকে জেনে যাবো।’
খুলনার সাকিব আল হাসান এবং শিবনারায়ন চন্দরপলের উচ্ছ্বসিত প্রসংসা করেন কিয়েরন,‘এই দু’জনই আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠিত খেলোয়াড়। সাকিব বাংলাদেশের সেরা এবং বিশ্ব অলরাউন্ডার। আর চন্দরপল ওয়েস্ট ইন্ডিজের বড় ক্রিকেটার।’
খবরঃ বাংলানিউজ ২৪