2.11.2012

বিপিএল: গেইল তান্ডবে পুড়লো সিলেট

ক্রিস গেইলের হার না মানা শতকে  শুক্রবার মিরপুরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচে সিলেট রয়্যালসকে ১০ উইকেটে হারিয়েছে উড়ন্ত সূচনা করল বরিশাল বার্নার্স।
এর আগে সিলেট রয়্যালস ব্যাট করতে নেমে পিটার ট্রেগো ও অলক কাপালির অর্ধশতকের মাধ্যমে ৪ উইকেটে ১৬৫ রান করে। জবাবে মাত্র ১৩ ওভার ১ বলেই কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল বার্নার্স, গেইল করেন ৪৪ বলে ১০০ (৪×৭, ৬×১০) রান এবং পাকিস্তানি আহমেদ শেহজাদ করেন ৩৫ বলে ৫৬ (৪×৯, ৬×১) রান। ম্যান অফ দ্য ম্যাচ হন ক্রিস গেইল।

খবরঃ বাংলা টাইম্‌স ২৪