যাত্রা করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আদলে বাংলাদেশে প্রথম বারের মতো এই আয়োজন দর্শকদের জন্য আনন্দের খোরাক না হয়ে বিরক্তির কারণ হয়ে যাচ্ছে। আয়োজকদের এত বড় আয়োজনের কোন পাত্তা দিচ্ছে না স্টেডিয়ামের প্রাণ ভোমরা দর্শকরা।
দিবেই বা কি করে দর্শকদেরও যে বুঝতে চায়নি আয়োজকরা। টাকা টাকা করে দর্শকের চাহিদার সাথে সমন্বয় করতে হিসেবটা বুঝি একটু জটিলই হলো। দর্শক শূন্যতা রেশটা শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান থেকে। উদ্বোধনী অনুষ্ঠানের সর্বনিম্ন টিকিটের দাম এক হাজার টাকা। তাতেই অনুষ্ঠান দেখার আগ্রহ হারায় দর্শকরা।
স্টেডিয়ামের ২৫হাজার আসনে বসেছেন কয়েক হাজার দর্শক দেখে মনে হয়েছে বিশাল আকাশে কয়েকটি তারা মাত্র। যারা এসেছিল বেশির ভাগই ছিল সৌজন্য টিকিটের দর্শক। টিকিট কিনে আস দর্শক নেই বললেও ভুল হবে না!
টিকিটের দামের সাথে সংগতি না হওয়াতে বিপিএল থেকে দর্শকরা যেন মুখ ফিরিয়ে নিচ্ছে। দেশি-বিদেশি তারাকাদের মেলা বসলেও তা নিয়ে মাথা ব্যাথা নেই ক্রীড়াপ্রমীদের। উদ্বোধনী অনুষ্ঠান রাষ্ট্রপতি চলে গেলে ফ্রি করে দিলেও হুমরি খেয়ে স্টেডিয়ামে ঢুকে নি দর্শকরা। সেই রেশ এখনো চললে! শুক্রবার বিপিএল উদ্বোধনী খেলাই তার প্রমাণ।
খেলা দেখার জন্য যেখানে দর্শকরা লাইনে দাঁড়িয়ে স্টেডিয়ামে প্রবেশ করে সেখানে কিনা আয়েশ করে খেলা দেখল কতিপয় দর্শক। হবেই না কেন এখানেও টিকিটের দাম একটু যেন বেশিই হয়ে গেছে। প্রতি টিকিটের সর্বনিম্ন দাম ৫০০টাকা।
যদিও এক টিকিটে দুটি খেলা। কথা ছিল দর্শকরা দেখতে পাবে চিয়্যারস গার্লদের রং ঢং। কিন্তু না যারা শুক্রবার স্টেডিয়ামে এসেছে তারা সেরকম কিছুই দেখেনি। ফলে এ নিয়েও রয়েছে হতাশা। কথা দিয়ে কোনটাই রাখছে না আয়োজকরা। পুর্ব পাশ্বেও গ্যালারিতে কিছু দর্শক ছাড়া চোখে পরেনি ক্রিকেটভক্তদের। আনন্দের জন্য খেলাটি হলেও বিষয়টি যেন বিরক্তি দিচ্ছে দর্শকদের।
এক দিকে সাধ্যের বাইরে টিকিটের দাম অন্যদিকে যা প্রত্যাশিত তা পাচ্ছে না মাঠে এসে।
কলবাগান থেকে আগত এক দর্শক জানান, ‘খেলাটি বোরিং লাগছে ভাই, শুনেছিলাম মাঠে নাচ হবে কিন্তু কই। এত টাকার টিকিট কিনলাম। কেন এই মিথ্যে কথা বুঝলাম না কিছু।’
শুরুতেই যেখানে ফাঁকা গ্যালারি বাকি ঊনিশটি দিন তার রেখা শেয়ার বাজারের মতো কতটা উঠা নাম সেটা এখন অপেক্ষার বিষয় মাত্র।
দিবেই বা কি করে দর্শকদেরও যে বুঝতে চায়নি আয়োজকরা। টাকা টাকা করে দর্শকের চাহিদার সাথে সমন্বয় করতে হিসেবটা বুঝি একটু জটিলই হলো। দর্শক শূন্যতা রেশটা শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান থেকে। উদ্বোধনী অনুষ্ঠানের সর্বনিম্ন টিকিটের দাম এক হাজার টাকা। তাতেই অনুষ্ঠান দেখার আগ্রহ হারায় দর্শকরা।
স্টেডিয়ামের ২৫হাজার আসনে বসেছেন কয়েক হাজার দর্শক দেখে মনে হয়েছে বিশাল আকাশে কয়েকটি তারা মাত্র। যারা এসেছিল বেশির ভাগই ছিল সৌজন্য টিকিটের দর্শক। টিকিট কিনে আস দর্শক নেই বললেও ভুল হবে না!
টিকিটের দামের সাথে সংগতি না হওয়াতে বিপিএল থেকে দর্শকরা যেন মুখ ফিরিয়ে নিচ্ছে। দেশি-বিদেশি তারাকাদের মেলা বসলেও তা নিয়ে মাথা ব্যাথা নেই ক্রীড়াপ্রমীদের। উদ্বোধনী অনুষ্ঠান রাষ্ট্রপতি চলে গেলে ফ্রি করে দিলেও হুমরি খেয়ে স্টেডিয়ামে ঢুকে নি দর্শকরা। সেই রেশ এখনো চললে! শুক্রবার বিপিএল উদ্বোধনী খেলাই তার প্রমাণ।
খেলা দেখার জন্য যেখানে দর্শকরা লাইনে দাঁড়িয়ে স্টেডিয়ামে প্রবেশ করে সেখানে কিনা আয়েশ করে খেলা দেখল কতিপয় দর্শক। হবেই না কেন এখানেও টিকিটের দাম একটু যেন বেশিই হয়ে গেছে। প্রতি টিকিটের সর্বনিম্ন দাম ৫০০টাকা।
যদিও এক টিকিটে দুটি খেলা। কথা ছিল দর্শকরা দেখতে পাবে চিয়্যারস গার্লদের রং ঢং। কিন্তু না যারা শুক্রবার স্টেডিয়ামে এসেছে তারা সেরকম কিছুই দেখেনি। ফলে এ নিয়েও রয়েছে হতাশা। কথা দিয়ে কোনটাই রাখছে না আয়োজকরা। পুর্ব পাশ্বেও গ্যালারিতে কিছু দর্শক ছাড়া চোখে পরেনি ক্রিকেটভক্তদের। আনন্দের জন্য খেলাটি হলেও বিষয়টি যেন বিরক্তি দিচ্ছে দর্শকদের।
এক দিকে সাধ্যের বাইরে টিকিটের দাম অন্যদিকে যা প্রত্যাশিত তা পাচ্ছে না মাঠে এসে।
কলবাগান থেকে আগত এক দর্শক জানান, ‘খেলাটি বোরিং লাগছে ভাই, শুনেছিলাম মাঠে নাচ হবে কিন্তু কই। এত টাকার টিকিট কিনলাম। কেন এই মিথ্যে কথা বুঝলাম না কিছু।’
শুরুতেই যেখানে ফাঁকা গ্যালারি বাকি ঊনিশটি দিন তার রেখা শেয়ার বাজারের মতো কতটা উঠা নাম সেটা এখন অপেক্ষার বিষয় মাত্র।
খবরঃ সংবাদ ২৪