2.11.2012

টিকিটের দাম সহনশীলতায় আনলো বিপিএল কতৃপক্ষ

উদ্বোধনী অনুষ্ঠানে শূণ্য গ্যালারি এবং আজকের ম্যাচে কম দর্শক উপস্থিতিতে টনক নড়ল বিপিএল কতৃপক্ষের। টিকিটের দাম কমিয়েছে তারা। বিপিএল ক্রিকেটের সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান শিহাব ট্রেডিং শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায় বিপিএল গভর্নিং কাউন্সিলর এবং আয়োজক "গেম অন স্পোর্টস ম্যানেজম্যন্টের" সাথে আলোচনা করে তারা টিকিটের দাম কমায়।
বিপিএল এর সর্বনিম্ন টিকিটের দাম ৫০০ টাকা থেকে ২০০ টাকায় নামানো হয়েছে।

পূর্ব গ্যালারির টিকিটের দাম ২০০ এবং দক্ষিন গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা করা হয়েছে। ক্লাব হাউস ১হাজার এবং ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট ২ হাজার টাকায় পাওয়া যাবে।

গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট ৫ হাজার টাকা। হসপিটালিটি বক্স, আইসিসি হসপিটালিটি বক্স ও কর্পোরেট বক্সের টিকেট ১২ হাজার টাকা করে ।

খবরঃ বিডিস্পোর্টসনিউজ