2.11.2012

(ব্রেকিং নিউজ) বিপিএল এর খেলা দেখতে বিসিবিতে ফোন করলাম

আমিঃ হ্যালো...
ভাই ষ্টেডিয়ামে দর্শক নাই, এত টাকা দিয়ে টিকেট কিনার অবস্থা নাই, শেয়ার মার্কেট সব খেয়ে ফেলছে, কর্মসংস্থান নাই, ইনকাম নাই, সরকারকে বুঝানোর কেউ নাই কি করব আমরা X(। ষ্টেডিয়ামের পাশে বাসা হয়েও খেলা দেখতে পারছিনা। :(( বাসার ছাদে উঠলে মাঠ দেখা যায়না :-P। গতকাল আপনারা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন আজ কি দি...বে...ন? ;)

বিসিবিঃ আহেম আহেম.... না ইয়ে গতাকাল দর্শক হয়নি তাই গেইট গুলো খুলে দেয়া হয়েছিল।

আমিঃ ভাই আজও প্রথম খেলায় দর্শক হয়নি, তাই পরের খেলাটায় গেইট খুলেদেন প্লিজ
প্রমিজ আমরা জোড়ে চিৎকার করমু। =p~

বিসিবিঃ আমারা এখনো সিদ্ধান্ত নেইনি
আমিঃ ভাই তাড়া তাড়ি সিদ্ধানত নেন, প্রতিবেশী হিসাবে আপনাদের মান সন্মান দেখার দায়িত্ব বলে একটা কথা আছেনা... B-)
বিসিবিঃ খট..... X(


তার কিছুক্ষন পর পর আমরা কয়েকজন ফোন করে একি কথা বলছি দেখা যাক বিসিবি কতটা অপমান বোধ করে আর আমার কতটা সফল হতে পারি :-P

আপনারাও ফোন করতে পারেন..
০২ ৮০৩১০০৪ ;)
তারপর ০ প্রেস করে কথা বলুন



লিখেছেনঃ সামুর ব্লগার বোকা মামু