1.27.2012

ক্রিকেট ভক্তদের জন্য খবরটা সুখকর নয়

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া মেগা ক্রিকেট আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ম্যাচ দেখতে ক্রিকেট ভক্তদের জন্য খবরটা সুখকর নয়। কারণ বিপিএল-এর সর্বনিম্ন টিকেটের মূল্যই ধার্য করা হয়েছে ৫শ টাকা। এ যেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য সোনার হরিণই হতে চলেছে। এমন অগ্নিমূল্য হওয়ার পেছনে অবশ্য টিকেট স্বত্ব ক্রয় করা প্রতিষ্ঠান শিহাব ট্রেডিংয়ের দাবি ১ টিকেটে দুই ছবির মতো দিনে দুটি খেলা তো বটেই সেই সঙ্গে আরও যেসব চমকপ্রদ ও জাঁকাল আয়োজন প্রতিদিন থাকছে সেসব উপভোগ করে দর্শকরা তা উসুল করে নিতে পারবেন। তবে বিনোদনের বাকি আয়োজন যেমন প্রতিদিন বলিউড-ঢালিউডের কোন সেলিব্রিটিকে আনা। যদিও সে সম্পর্কে সুস্পষ্ট করে কিছু জানাতে পারেননি তাঁরা। শিহাব ট্রেডিংয়ের চেয়ারম্যান সেলিম চৌধুরী অবশ্য দাবি করছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, রানী মুখার্জী, প্রীতি জিনতাসহ অনেক তারকারা মাঠে উপস্থিত থেকে বিনোদন দেবেন। কিন্তু বিপিএল শুরু হতে আর মাত্র ১৪ দিন বাকি। ইতোমধ্যে যদি তাঁরা সুনিশ্চিতভাবে ওইসব সেলিব্রিটির উপস্থিতি নিশ্চিতই না করতে পারেন তবে কেন বিপিএল-এর প্রথম আসরের জন্য বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের সামনে ‘মুলো ঝুলিয়ে’ টিকেটের এমন চড়া মূল্য ধার্য করা হলো? ওই সম্পর্কেও সেলিম চৌধুরীর যুক্তি প্রতিদিন দর্শকদের জন্য ডিজে পার্টি এবং র‌্যাফেল ড্র থাকবে। কিন্তু নিশ্চিত করে জানাতে পারেননি র‌্যাফেল ড্র-তে দর্শকদের জন্য কি থাকছে? তবে সর্বোচ্চ পুরস্কার হিসেবে হংকং যাওয়া-আসার বিমান টিকেট থাকতে পারে বলে আভাস দিয়েছেন তিনি। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে এসব কথা বলেন সেলিম চৌধুরী। ব্যাঙ্কে টিকেট বিক্রি শুরু হবে আগামী ৩০ জানুয়ারি, তবে অনলাইনে পাওয়া যাবে আজ থেকেই। ছয় বিভাগীয় শহর ছাড়াও দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোর ঢাকা ব্যাংকের সর্বমোট ২০টি শাখায় টিকেট পাওয়া যাবে। এছাড়াও মোট টিকেটের ২০ শতাংশ অনলাইনে (ডব্লিউডব্লিউডব্লিউ ডট ইজি ডট কম ডট বিডি) অর্ডার করে কিনতে পারবেন আগ্রহীরা। তবে একজনকে সর্বোচ্চ ৫টির বেশি টিকেট দেয়া হবে না। বিপিএল-এর ¯^ত্বাধিকারী প্রতিষ্ঠান গেম অন স্পোর্টসের কাছ থেকে ৪৫ কোটি টাকায় প্রথম আসরের টিকেট ¯^ত্ব কিনে নিয়েছে শিহাব ট্রেডিং। সেই উপলক্ষেই আয়োজিত সম্মেলনে এসব কথা জানান তিনি। এ সময় শিহাব ট্রেডিংয়ের পরিচালক আকবর হোসেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টিকেট এ্যান্ড সিটিং কমিটির চেয়ারম্যান জিএস হাসান তামিম উপস্থিত ছিলেন।
‘গেম অন স্পোর্টস’ ৩৫০ কোটি টাকা দিয়ে ছয় আসরের জন্য বিসিবির কাছ থেকে ¯^ত্ব কিনে নিয়েছে বিপিএল-এর। এরপর টাকা তুলে নেয়ার সার্বিক চেষ্টাই থাকবে তাদের। প্রথম আসরের টিকেট বিক্রি ও বণ্টনের জন্য ¯^ত্বাধিকারী প্রতিষ্ঠান হতে এগিয়ে এসেছিল ৪ কোম্পানি। এর মধ্যে শিহাব ট্রেডিং সর্বোচ্চ টাকায় কিনে নেয় ¯^ত্ব। এখন তারাও চাইবে বিনিয়োগ করা অর্থ থেকে লাভ বের করে আনার। ওই কারণেই টিকেটের অগ্নিমূল্য ধার্য্য করা হয়েছে। সাধারণ গ্যালারিতে বসে খেলা দেখতে দর্শকদের টিকেট ৫০০ টাকা, ১২০০০ টাকার টিকেট মিলবে কর্পোরেট বক্সের, হসপিটালিটি ও প্রেসিডেন্ট বক্সের টিকেট ৮০০০ টাকা, ভিআইপি গ্যালারি ৫০০০ ও আন্তর্জাতিক গ্যালারির ৬০০০ টাকা, ৩৫০০ টাকায় গ্র্যান্ড স্ট্যান্ড এবং উত্তর ও দক্ষিণ গ্যালারির টিকেট মিলবে ১০০০ টাকায়। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিরুদ্ধে সর্বশেষ দুটি আন্তর্জাতিক সিরিজেও এরচেয়ে কম মূল্য ছিল টিকেটের। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আদলে বিপিএল করতে গিয়ে ভারতভিত্তিক কোম্পানি গেম অন স্পোর্টসকে তাদের বিনিয়োগকৃত টাকাটা এক আসরেই তুলে দেয়া হচ্ছে ধাপে ধাপে। কিন্তু দেশী কোম্পানিগুলো কতটুকু তাদের বিনিয়োগকৃত টাকা তুলতে পারবে সেটাই এখন দেখার বিষয়? বিপিএলের ৩৩ ম্যাচ থেকেই ৪৫ কোটি টাকা তুলতে হবে শিহাব ট্রেডিংকে। আর এজন্য তারা চড়ামূল্য নির্ধারণ করলেও তা দর্শকদের জন্য কমতি হবে না বলে বাড়তি যেসব আয়োজনের কথা বলছে সেখান থেকেও বেরিয়ে যাবে মোটা অঙ্কের টাকা। প্রতিদিন দুটি করে খেলা থাকবে তাই এক টিকেটে দুটি খেলাই উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে উদ্বোধনী অনুষ্ঠানের টিকেট মূল্য ধার্য করবে বিপিএল কর্তৃপক্ষ। তা কত না জানা গেলেও সেলিম চৌধুরী আভাস দিয়েছেন তার মূল্য আকাশ ছোঁয়াই হবে।

খবরঃ  StateNewsBD