আই.পি.এল-এর আদলে গড়া বি.পি.এল-এ যে টাকার মচ্ছব হচ্ছে তা দিয়ে কি অন্য কিছু করা যেতো না? শুধু চট্টগ্রাম কিংস ক্রিকেট দল গড়তে খরচ হয়েছে আইকন খেলোয়াড় বাদে মাত্র ১১লক্ষ ৪০ হাজার ডলার। যা বাংলা টাকায় মোট ৯,৫৯,০২,৫০০ টাকা। ১ ডলার = ৮৪.১২৫০ টাকা হিসেবে। তাহলে ৬টি দলে মোট ৬০ কোটি টাকার মতো খরচ হবে শুধু খেলোয়াড়ের পিছনে। আবার দল গড়তে ও অন্যান্য খরচের পরিমান হিসেব করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি। যেখানে দেশের প্রায় মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে। লক্ষ লক্ষ শেয়ার বাজারের বিনিয়োগকারী পুঁজি হারিয়ে যখন নিঃস্ব হয়ে গেছে সেখানে এই মচ্ছবের কোনো মানে হয়না। শেয়ার বাজারে সর্বসান্ত মানুষগুলোর করুণ মুখ যখন চোখের সামনে ভেসে উঠে তখন বি.পি.এল আর আমার মধ্যে আলোড়ন তুলতে পারেনা।
::::::বিতর্কটি লিখেছেন সামুর ব্লগার মানস সেন::::::
::::::বিতর্কটি লিখেছেন সামুর ব্লগার মানস সেন::::::