1.29.2012

বিপিএলে মন নেই আফ্রিদির!

বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-২০ (বিপিএল) ক্রিকেটার নিলামে সবচেয়ে দামি তারকা পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদির টুর্নামেন্টে অংশ নেয়া ইস্যুতে ধূমজাল সৃষ্টি হয়েছে। সর্বোচ্চ সাত লাখ মার্কিন ডলারে আফ্রিদিকে দলে নিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। বর্তমানে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ টি-২০তে খেলছেন পাকিস-ানের সাবেক এই দলনায়ক। তার বরাত দিয়ে গতকাল পাকিস-ানের অনলাইন সংবাদপত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্বের স্বার্থে বিপিএলে অংশ না নেয়ার সিদ্ধান- নিয়েছেন আফ্রিদি। সাথে সাথে নিউজটি বিশ্বব্যাপী চাউর হয়ে যায়। ঢাকা গ্ল্যাডিয়েটর্স কর্তৃপক্ষেরও দৃষ্টি এড়ায়নি সেটা। তারাও স'ানীয় গণমাধ্যমগুলোর কাছে পাল্টা প্রেস রিলিজের মাধ্যমে আফ্রিদির বিপিএলে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
গ্ল্যাডিয়েটর্স জানায়, ২৮ ও ২৯ ফেব্রুয়ারি আফ্রিদির ঢাকার হয়ে ম্যাচে অংশ নেয়ার আগের শিডিউলই বহাল রয়েছে। তার না আসা সংক্রান- খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ আফ্রিদি ও তার অ্যাজেন্ট উল্লিখিত দুই দিনে বিপিএলে অংশ নেয়ার বিষয়টি আগেই চূড়ান- করেছেন। এ দিকে ট্রিবিউনের দাবি অস্ট্রেলিয়ায় তাদের প্রতিনিধিকে আফ্রিদি বলেছেন, ‘আমি বিপিএলে খেলব না। কারণ এর সূচি সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস-ানের সীমিত ওভারের সিরিজের সাথে সাংঘর্ষিক। দেশের হয়ে পারফর্ম করাকে আমি সর্বদা প্রাধান্য দিয়ে আসছি।’ পাকিস-ান-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ ১৩ ফেব্রুয়ারি শুরু হবে। আর বিপিএল মাঠে গড়াবে ১০ ফেব্রুয়ারি। তাহলে কি প্রথম দিকের দুই-একটি ম্যাচ খেলবেন আফ্রিদি! সে আশারও গুড়ে বালি। কারণ এই ক’দিন কঠিন অনুশীলনে কাটানোর পরিকল্পনা রয়েছে আফ্রিদির।