গত এক বছর ধরে মাঠের বাইরে থেকে ইনজুরির সঙ্গে লড়াই করে যাচ্ছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে ইনজুরির শঙ্কাতেই হয়তো মাশরাফির প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ কিছুটা কম ছিল। কিন্তু ইনজুরির সঙ্গে লড়াই করতে থাকা এই মাশরাফিই এবারের বিপিএলের চমক হতে পারেন বলে মনে করেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের প্রধান পরামর্শক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।
তিনি বলেন, ‘আমরা সৌভাগ্যবান যে মাশরাফিকে দলে পেয়েছি। হয়তো অনেক কম মূল্যেই তাঁকে পেয়েছি আমরা। তবে এটা বলতে পারি, মাশরাফি এখন ইনজুরি কাটিয়ে দারুণ অবস্থায় রয়েছে। এবারের বিপিএলে মাশরাফি হতে পারে বিরাট এক চমক।’
বিপিএলের ঢাকা বিভাগের ফ্র্যাঞ্চাইজি ঢাকা গ্ল্যাডিয়েটরসের প্রধান লক্ষ্য শিরোপা জয়। এ মুহূর্তে শিরোপা ব্যতীত আর কোনো কিছু নিয়েই চিন্তা করছে না দলটি। হাবিবুল বাশারও জানালেন এমন কথাই। তাঁর মতে, ‘ঢাকা গ্ল্যাডিয়েটরস দেশি-বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে কাগজে-কলমে একটি ভালো দলই গড়েছে। এখন মাঠের লড়াইয়ের ওপরই নির্ভর করছে আমরা কতদূর কী করতে পারব। তবে শিরোপাই এ মুহূর্তে আমাদের একমাত্র লক্ষ্য।’
নিলামে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে সর্বোচ্চ সাত লাখ মার্কিন ডলারে কিনে নিয়ে চমক সৃষ্টি করে ঢাকা গ্ল্যাডিয়েটরস। ঢাকা আফ্রিদির পাশাপাশি দলে ভিড়িয়েছে সাঈদ আজমল, কাইরেন পোলার্ডস, রানা নাভিদ-উল-হাসান, ইমরান নাজির, স্টুয়ার্ট ম্যাকগিলের মতো আন্তর্জাতিক তারকাদের। সেই সঙ্গে দলে রয়েছেন বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল, মাশরাফি-বিন মুর্তজা, আফতাব আহমেদ, নাজিমউদ্দিন, আনামুল হকদের মতো খেলোয়াড়েরা। দলের এই তারকাদের নিয়ে দারুণ আশাবাদী হাবিবুল বাশার। তিনি বলেন, ‘ঢাকা গ্ল্যাডিয়েটরসের দেশি-বিদেশি কালেকশন নিয়ে সন্দেহের অবকাশ নেই। আশা করছি, এই খেলোয়াড়েরা নিজেদের মাঠে উজাড় করে দেবে।’
আফ্রিদি বিপিএলে কয়টি ম্যাচ খেলতে পারবেন, আদৌ খেলবেন কি না, এমন যেকোনো শঙ্কা উড়িয়ে দিয়ে হাবিবুল বাশার বলেন, নিলামের আগেই আমরা জানতাম আফ্রিদি ২৭ ফেব্রুয়ারির পর থেকে খেলতে পারবে, এর আগে পাকিস্তান দলের হয়ে তাঁর খেলা রয়েছে। সেভাবেই শেষ দুটো ম্যাচের জন্য আমরা আফ্রিদিকে দলে নিয়েছি। ঢাকা গ্ল্যাডিয়েটরস সেমিফাইনালে গেলে আফ্রিদি বিপিএলে খেলবেই—এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।
ঢাকা গ্ল্যাডিয়েটরসের প্রধান পরামর্শক হিসেবে নতুন এ দায়িত্ব দারুণ উপভোগ করছেন বলে জানিয়েছেন হাবিবুল বাশার। তিনি বলেন, ‘দীর্ঘদিন ক্রিকেট খেলেছি, জাতীয় দলে খেলেছি। আমি এই দায়িত্বকে নিজের সব অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ হিসেবে নিতে চাই। আগেও ক্লাব দলে সংগঠক হিসেবে কাজ করার টুকটাক অভিজ্ঞতা আছে। সব মিলিয়ে এ দায়িত্ব আমি দারুণ উপভোগ করছি।’
বাংলাদেশের ক্রিকেটের জন্য বিপিএল ভালো ফল বয়ে নিয়ে আসবে বলেই হাবিবুলের ধারণা। তিনি বলেন, ‘এ প্রতিযোগিতায় একজন তরুণ খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেটের পরিবেশ পাবে। এটা তাঁকে নিজের ভবিষ্যত্ গড়তে দারুণ সহায়তায় করবে বলেই আমার বিশ্বাস।’ হাবিবুল আরও বলেন, আইপিএল ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছে। আইপিএলের ফান্ড ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটকে আধুনিকায়ন করেছে। হাবিবুল আশা করেন, বিপিএলের অর্থও খুব তাড়াতাড়িই বাংলাদেশেরও প্রথম শ্রেণীর ক্রিকেটে ভালো একটা পরিবর্তন নিয়ে আসবে।
(খবর : প্রথম আলো)