3.05.2012

বিপিএল নিয়ে উদ্বেগ ইংলিশ ক্রিকেটার্স এসোসিয়েশনের

ইংল্যান্ডের পেশাদার ক্রিকেটার্স এসোসিয়েশন (পিসিএ) সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করলো। আসরে জুয়াড়িদের কর্মকাণ্ড ধরা পড়ায় উদ্বিগ্ন খেলোয়াড় এসোসিয়েশনটি। এছাড়া, উদ্বেগ আছে তাদের স্বদেশী ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও। বাংলাদেশের এই আসরে ইংলিশ কাউন্টির ক্রিকেটাররা পারিশ্রমিক ঠিকমতো পাবে কিনা এনিয়ে গুঞ্জনে উদ্বেগ জানায়  পিসিএ। ছয়জন ইংলিশ ক্রিকেটার অংশ নেন বিপিএলের প্রথম এ আসরে। কাউন্টি দল ডারহামের উইকেটকিপার ফিল মাস্টার্ড ও হ্যাম্পশায়ারের কবির আলী রানার্সআপ বরিশাল বার্নার্সের হয়ে খেলেছেন এবারের বিপিএলে। চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলেন  ড্যারেন স্টিভেন্স। গ্যারি কেডি, জেসন রয় ও নায়াল ও’ব্রেইন কাউন্টি খেলা অন্য তিন ক্রিকেটার। সমারসেটের উইকেট রক্ষক ব্যাটসম্যান জস বাটলারও ছিলেন এবারের বিপিএল নিলামে। কিন্তু পাকিস্তানের সঙ্গে ওয়ানডে ও টি-২০ সিরিজে ইংল্যান্ড দলে ডাক পাওয়ায় বিপিএলে খেলা হয়নি তার। এ আসরে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে সাজিদ নামের এক পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে মামলা চলছে ইতিমধ্যে। তবে কোন ইংলিশ ক্রিকেটারকে জড়িয়ে অনৈতিক কিছু শোনা যায়নি। সমপ্রতি স্পট ফিক্সিং মামলায় প্রথম কোন  ইংলিশ ক্রিকেটারকে কারাদণ্ড দেন লন্ডন হাইকোর্ট। ওয়েস্টফিল্ড নামের ডারহামের এ স্পিনারের বিরুদ্ধে অভিযোগ আদালতে প্রমাণিত হয়। আর এ ঘটনা ইংল্যান্ডের খেলোয়াড় এসোসিয়েশনটির চিন্তা আরও বাড়াবে।

খবরঃ মানব জমিন