টি-টোয়েন্টি জমিয়ে তোলার পূর্বশর্তটা পূরণ হয়েছিল দারুণভাবে। দুপুর থেকেই সাজ সাজ রব। দর্শকে টইটম্বুর মিরপুর স্টেডিয়াম। কিন্তু ফাইনালটা ঠিক ফাইনালের মতো হলো না! সার্থক টি-টোয়েন্টি ম্যাচে যে উত্তেজনাকর সমাপ্তিটা খুব জরুরি, সেখানে হলো পুরোপুরিই একতরফা এক ম্যাচ।
ঢাকা গ্ল্যাডিয়েটরসের অবশ্য এ নিয়ে ভাবতে বয়েই গেছে। ২৬ বল বাকি থাকতেই ৮ উইকেটের সহজ জয় পেয়ে বিপিএলের প্রথম চ্যাম্পিয়ন—ঢাকা গ্ল্যাডিয়েটরস ভেসে গেছে সেই আনন্দেই। প্রথমে ব্যাটিং করে বরিশাল বার্নার্স করেছিল ৭ উইকেটে ১৪০, যাতে সবচেয়ে বড় অবদান অধিনায়ক ব্র্যাড হজের ৫১ বলে ৭০ রানের। তবে সেটি ম্লান হয়ে গেছে ঢাকার পাকিস্তানি ওপেনার ইমরান নাজিরের ৪৩ বলে ৭৫ রানের ইনিংসের কাছে।
ঢাকা গ্ল্যাডিয়েটরসের অবশ্য এ নিয়ে ভাবতে বয়েই গেছে। ২৬ বল বাকি থাকতেই ৮ উইকেটের সহজ জয় পেয়ে বিপিএলের প্রথম চ্যাম্পিয়ন—ঢাকা গ্ল্যাডিয়েটরস ভেসে গেছে সেই আনন্দেই। প্রথমে ব্যাটিং করে বরিশাল বার্নার্স করেছিল ৭ উইকেটে ১৪০, যাতে সবচেয়ে বড় অবদান অধিনায়ক ব্র্যাড হজের ৫১ বলে ৭০ রানের। তবে সেটি ম্লান হয়ে গেছে ঢাকার পাকিস্তানি ওপেনার ইমরান নাজিরের ৪৩ বলে ৭৫ রানের ইনিংসের কাছে।
খবরঃ প্রথম আলো