টানা দুই ম্যাচে হেরে যাবার ফলে বিপিএল ঢাকা গ্ল্যাডিয়েটর্সের জন্য কঠিন হয়ে গেছে। এমন মন্তব্য ঢাকার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। রোববার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মাশরাফি।
রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে খুলনা রয়েল বেঙ্গলসর বিপক্ষে ৭ উইকেটে হেরেছে ঢাকা। বিপিএলে এটি ঢাকার টানা দ্বিতীয় পরাজয়। আগের ম্যাচে ঢাকা দুরমত্ম রাজশাহীর কাছে হেরেছে ১৪ রানে।
চট্টগ্রামে এসে বিপিএলের ফিরতি পর্বের প্রথম ম্যাচে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে মাশরাফি নিজেই উপস্থিত হলেন। সাধারণত হেরে যাবার পর দলের অধিনায়ক মিডিয়ার বাকা প্রশ্ন এড়াতেই সংবাদ সম্মেলনে হাজির হন না। কিন্তু মাশরাফি তা করলেন না। সংবাদ সম্মেলনে মাশরাফি সরাসরি মিডিয়ার সামনে বলেন, ‘আজকের ম্যাচটিতে আমাদের সংগ্রহ অন্তত ১৫ থেকে ২০ রান কম হয়েছে। ফলে হার এড়ানো সম্ভব হয়নি।
তবে একবারেই হাল ছেড়ে দেইনি আমরা। এখনো চারটি ম্যাচ হাতে আছে। এই ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে হবে। অন্যথায় সেমিফাইনালে খেলা কঠিন হয়ে যাবে।’
আজকের ম্যাচটির উইকেট যথেষ্ট ভাল ছিল। ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রত্যাশিত রান সংগ্রহ করা সম্ভব হয়নি।’
কিন্তু নিজের অলরাউন্ড নৈপূণ্যে কেন ভাটা পড়েছে? এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মাশরাফি জবাবে বলেন, ‘আমি মূলত একজন বোলার। আমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ভালভাবে বোলিং করা। দীর্ঘ সময় ধরে ইনজুরিতে থাকার পর মাঠে ফিরেই আমি আমার বোলিংটা মেরামতের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছি। এখন আমার প্রধান কাজ বোলিংটা ঝালিয়ে নেয়া। বোলিং রিদম পুরোপুরি ফিরে পাবার পর আমি ব্যাটিংয়ের দিকে মনোযোগ দিব।’
বিপিএলের পারফরমেন্স মাশরাফিকে জাতীয় দলে জায়গা করে দিতে পারবে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি টি২০ ক্রিকেটকে ক্যারিয়ারের ক্ষেত্রে আমলে নিচ্ছি না। এটি একটি বিনোদন খেলা ছাড়া আর কিছুই নয়। তবে এর মাধ্যমে ব্যাটিং-বোলিংটা একটু ঝালিয়ে নেয়া সম্ভব হয়। আর পারফরমেন্স বিচার করতে হলে জাতীয় ক্রিকেট লিগের পারফরমেন্স আমলে নিতে হবে। আমিও সেই পারফরমেন্সকেই আমলে নিয়ে থাকি।’
জাতীয় দলে ফেরা বা না ফেরার বিষয়টি সম্পূর্ণভাবেই নির্বাচকদের ওপর নির্ভরশীল বলেও মাশরাফি জানালেন।
অন্যদিকে ম্যাচ সেরার পুরস্কার পাওয়া খুলনা রয়েল বেঙ্গলসের ওপেনিং ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপল সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বলেন, ‘বিপিএলে নিজের পারফরমেন্সে আমি সন্তুষ্ট। এই ক্রিকেট লিগ ক্রমেই আরো জনপ্রিয়তা পাচ্ছে বলেই আমি মনে করি।’
অপরাজিত ৮৭ রান সংগ্রহকারী চন্দরপল আরো বলেন ,‘টুর্নামেন্টটি আমি দারুণভাবে উপভোগ করছি। টি২০ ক্রিকেট তরুণদের খেলা, এমন কথা মানতে রাজি নন ভারতীয় বংশোদ্ভূত এই ক্যারিবীয় ব্যাটসম্যান। তিনি বলেন. খেলার ক্ষেত্রে বয়স নয়, পারফরমেন্সই আসল।
বিপিএলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের দাপটের কারণ প্রসঙ্গে জানতে চাইলে জবাবে তিনি বলেন, আসলে এখানকার উইকেট অনেকটাই তাদের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সবশেষে টুর্নামেন্টে তার দল খুলনা ফাইনাল খেলবেন এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন শিবনারায়ন চন্দরপল।
রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে খুলনা রয়েল বেঙ্গলসর বিপক্ষে ৭ উইকেটে হেরেছে ঢাকা। বিপিএলে এটি ঢাকার টানা দ্বিতীয় পরাজয়। আগের ম্যাচে ঢাকা দুরমত্ম রাজশাহীর কাছে হেরেছে ১৪ রানে।
চট্টগ্রামে এসে বিপিএলের ফিরতি পর্বের প্রথম ম্যাচে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে মাশরাফি নিজেই উপস্থিত হলেন। সাধারণত হেরে যাবার পর দলের অধিনায়ক মিডিয়ার বাকা প্রশ্ন এড়াতেই সংবাদ সম্মেলনে হাজির হন না। কিন্তু মাশরাফি তা করলেন না। সংবাদ সম্মেলনে মাশরাফি সরাসরি মিডিয়ার সামনে বলেন, ‘আজকের ম্যাচটিতে আমাদের সংগ্রহ অন্তত ১৫ থেকে ২০ রান কম হয়েছে। ফলে হার এড়ানো সম্ভব হয়নি।
তবে একবারেই হাল ছেড়ে দেইনি আমরা। এখনো চারটি ম্যাচ হাতে আছে। এই ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে হবে। অন্যথায় সেমিফাইনালে খেলা কঠিন হয়ে যাবে।’
আজকের ম্যাচটির উইকেট যথেষ্ট ভাল ছিল। ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রত্যাশিত রান সংগ্রহ করা সম্ভব হয়নি।’
কিন্তু নিজের অলরাউন্ড নৈপূণ্যে কেন ভাটা পড়েছে? এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মাশরাফি জবাবে বলেন, ‘আমি মূলত একজন বোলার। আমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ভালভাবে বোলিং করা। দীর্ঘ সময় ধরে ইনজুরিতে থাকার পর মাঠে ফিরেই আমি আমার বোলিংটা মেরামতের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছি। এখন আমার প্রধান কাজ বোলিংটা ঝালিয়ে নেয়া। বোলিং রিদম পুরোপুরি ফিরে পাবার পর আমি ব্যাটিংয়ের দিকে মনোযোগ দিব।’
বিপিএলের পারফরমেন্স মাশরাফিকে জাতীয় দলে জায়গা করে দিতে পারবে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি টি২০ ক্রিকেটকে ক্যারিয়ারের ক্ষেত্রে আমলে নিচ্ছি না। এটি একটি বিনোদন খেলা ছাড়া আর কিছুই নয়। তবে এর মাধ্যমে ব্যাটিং-বোলিংটা একটু ঝালিয়ে নেয়া সম্ভব হয়। আর পারফরমেন্স বিচার করতে হলে জাতীয় ক্রিকেট লিগের পারফরমেন্স আমলে নিতে হবে। আমিও সেই পারফরমেন্সকেই আমলে নিয়ে থাকি।’
জাতীয় দলে ফেরা বা না ফেরার বিষয়টি সম্পূর্ণভাবেই নির্বাচকদের ওপর নির্ভরশীল বলেও মাশরাফি জানালেন।
অন্যদিকে ম্যাচ সেরার পুরস্কার পাওয়া খুলনা রয়েল বেঙ্গলসের ওপেনিং ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপল সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বলেন, ‘বিপিএলে নিজের পারফরমেন্সে আমি সন্তুষ্ট। এই ক্রিকেট লিগ ক্রমেই আরো জনপ্রিয়তা পাচ্ছে বলেই আমি মনে করি।’
অপরাজিত ৮৭ রান সংগ্রহকারী চন্দরপল আরো বলেন ,‘টুর্নামেন্টটি আমি দারুণভাবে উপভোগ করছি। টি২০ ক্রিকেট তরুণদের খেলা, এমন কথা মানতে রাজি নন ভারতীয় বংশোদ্ভূত এই ক্যারিবীয় ব্যাটসম্যান। তিনি বলেন. খেলার ক্ষেত্রে বয়স নয়, পারফরমেন্সই আসল।
বিপিএলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের দাপটের কারণ প্রসঙ্গে জানতে চাইলে জবাবে তিনি বলেন, আসলে এখানকার উইকেট অনেকটাই তাদের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সবশেষে টুর্নামেন্টে তার দল খুলনা ফাইনাল খেলবেন এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন শিবনারায়ন চন্দরপল।