2.15.2012

বিপিএল: ১০ ফিফটির ৯টিই বিদেশীদের ব্যাটে

বিপিএলের মাত্র চতুর্থ দিন শেষ হল। চার দিনে হয়েছে ৮ ম্যাচে ১৬ ইনিংস। এই ১৬ ইনিংসে বিপিএলে এসেছে ১টি মাত্র সেঞ্চুরি আর ১০টি ফিফটি। যার মধ্যে ৯টিই বিদেশীদের ব্যাট থেকে এসেছে।  পরিসংখ্যান পর্যালোচনা করলে হিসাব পরিষ্কার। দেশী ক্রিকেটার নয় বিদেশী ক্রিকেটাররাই বিপিএল নিয়ন্ত্রণ করছে। ৯টি ফিফটির মধ্যে ৮টিই এসেছে বিদেশী ব্যাটসম্যানদের ব্যাট থেকে। ১টি ফিফটির মালিক সবেধন নীল মনি অলক কাপলির ৩৬ বলে ৫৬ রান।

বিপিএল ৬ বিভাগের ৬ আইকন ক্রিকেটারদের উপর সবচেয়ে বেশি ফোকাস ছিল। সেই আইকন ক্রিকেটারদের মধ্যে একমাত্র অলক কাপালিই বলার মতো রান করেছেন। বাকিরা সকলেই ব্যর্থ।

ঢাকার আইকন আশরাফুল তিন ম্যাচে করেছেন ৬০ রান। ঢাকার অধিনায়ক মাশরাফি সিলেটের বিপক্ষে প্রথম ম্যাচে কোনো উইকেট পাননি আর ব্যাট হাতে শূন্য রানে ফেরত যান। দ্বিতীয় ম্যাচে মাশরাফি সিলেটের বিপক্ষে রান করার দরকার হয়নি তবে বল হাতে ২২ রানে শিকার করেন ২টি উইকেট।

চট্টগ্রামের আইকন তামিম প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে মাত্র ৩ রানে আউট! এরপর খুলনা আর ঢাকার বিপক্ষে মাঠেই নামতে পারলেন না।

অপরদিকে খুলনার আইকন আর অধিনায়ক সাকিব কিছুটা হলেও সফল বলা যায়। কারণ তার ব্যাট থেকে তিন ম্যাচে রান এসেছে ৫১ আর বল হাতে তিন ম্যাচে ৩টি মাত্র উইকেট দখল করেছেন।

বরিশালের আইকন ও অধিনায়ক শাহরিয়ার নাফীস ১ ম্যাচে করেছেন ২৮ রান। এবং রাজশাহীর আইকন ও অধিনায়ক মুশফিকুর রহিম এক ম্যাচে ২২ আরেক ম্যাচে শূন্য।

চট্টগ্রামের তারকা অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ তিন ম্যাচে রান করেছেন ৫৭ আর সবচেয়ে বেশি ২ লাখ ডলার নিলামে বিক্রি হওয়া নাসির হোসেন দুই ম্যাচে রান করেন (২২* ও ৯) তৃতীয় ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামার দরকার হয়নি তার।

বিপিএলের উদ্বোধনী ম্যাচে ক্রিস গেইল সেঞ্চুরি হাঁকান। বরিশালের হয়ে খেলতে নামা গেইল সিলেটের বিপক্ষে ৪৪ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন। একই ম্যাচে সিলেটের অধিনায়ক পিটার ট্রেগো ৬২ রান করেন (৫৪ বলে)। সিলেটের আইকন ক্রিকেটার অলক কাপালি করেন ৫৬ রান ৩৬ বলে।

নাসির জামসেদ ৫৬ রান (বল ৩৮) চট্টগ্রামের হয়ে-প্রতিপক্ষ রাজশাহী, আহমেদ শেহজাদ ৫৬ (বল ৩৫) বরিশালের হয়ে, প্রতিপক্ষ সিলেট, আহমেদ শেহজাদ ৬২ (বল ৪০) বরিশালের হয়ে, প্রতিপক্ষ রাজশাহী, মিজানুর রহমান ৬৫ (বল ৫২) রাজশাহীর হয়ে, প্রতিপক্ষ-বরিশাল, চন্দরপল ৫০ বলে ৫৯ খুলনার হয়ে, প্রতিপক্ষ চট্টগ্রাম; নাসির জামসেদ ৪৭ বলে ৮৬ চট্টগ্রামের হয়ে, প্রতিপক্ষ খুলনা। খুলনার স্মিথ ৪১ বলে ৫৮ রান করেন বরিশালের হয়ে। আর সর্বশেষ সোমবার ঢাকা-চট্টগ্রামের ম্যাচে ঢাকার কিরণ পোলার্ড ৩৪ বলে ৫০ রান করেন।