2.15.2012

ফাগুনের হাওয়া বিপিএল মাঠেও

ঋতু বিবর্তনের পালায় গতকাল ছিল ঋতুরাজ বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুন। কবির ভাষায় ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। বাংলার প্রকৃতিতে ফাগুনের যে আগুন ছড়িয়েছে, তার পরশ ছুঁয়ে গেছে মানুষের মাঝেও। মাঘের হাড় কাঁপনো শীত (যদিও শেষ কদিন তেমন শীত ছিল না ঢাকা শহরে) সরিয়ে প্রকৃতিও সেজেছে নতুন সাজে। একদিন পর (আজ ১৪ ফেব্র“য়ারি) আবার ভ্যালেনটাইন ডে। অন্যান্য বছরের মতো এ বছরও বসন্তের প্রথম দিনে নানা আয়োজনে ব্যস্ত ছিলেন সব বয়স, পেশা ও শ্রেণীর মানুষ। বিশেষ করে তরুণ-তরুণীরা দিনটিকে পালন করছেন নানা আঙ্গিকে। বসন্তের প্রথম দিনে যেন তাদের হারিয়ে যেতে নেই মানা। তরুণী ও রমণীরা বাসন্তী রং শাড়ি পরে, খোঁপায় গাঁদা, গোলাপ ও পলাশ ফুলের মালা গুজে প্রিয়জনদের সঙ্গে বেড়াতে বের হন। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আগত প্রায় সব মহিলা দর্শকদের পরনেও ছিল উজ্জ্বল বর্ণের হলুদ রংয়ের পোশাকের আধিক্য। তবে বাদ যাননি টুর্নামেন্টের সম্প্রচারের দায়িত্বে থাকা চ্যানেল নাইনের উপস্থাপক নিউজিল্যান্ডের ড্যানি মরিশন ও উপস্থাপিকা ভারতের মডেল সিনা চৌহানও। প্রতিদিন মরিশন জিনস ও শার্ট এবং সিনা বেশিরভাগ ক্ষেত্রে স্কাট পরে পর্দায় হাজির হলেও, গতকাল মরিশন গেরুয়া রঙ্গের পাঞ্জাবি এবং সিনা হলুদ শাড়ি ও তার সঙ্গে ম্যাচিং করে ফিরোজা কালারের ব্লাউজ এবং সম্পূর্ণ দেশীয় তৈরি গহনা পরে পর্দায় হাজির হন। এমনকি দেশীয় ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরীও নিত্যকার সুট বাদ দিয়ে হলুদ পাঞ্জাবি পরে আসেন ধারাভাষ্য দিতে।