2.12.2012

বিপিএল কর্তৃপক্ষকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আলটিমেটাম

উদ্বোধনী অনুষ্ঠানে অপসংস্কৃতি প্রদর্শনের ঘটনায় বিপিএল কর্তৃপক্ষকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। ১৮ই ফেব্রুয়ারির মধ্যে ক্ষমা না চাইলে কঠোর কর্মসূচি ঘোষণা দেয়ার কথাও বলেছে জোটটি। গতকাল বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুছ। প্রতিবাদ সমাবেশের সভাপতি হিসেবে তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের অগ্রগতি হোক তা আমরাও চাই। কিন্তু ক্রিকেটের নাম ভাঙিয়ে ফায়দা লোটা হচ্ছে আজ। বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে যে অপসংস্কৃতি প্রদর্শন করা হয়েছে, তা কোনভাবেই মেনে নেয়া যায় না। অনুষ্ঠানে একুশ ও বাংলা ভাষাকেও অপমান করা হয়েছে। কাজেই বিপিএল কর্তৃপক্ষকে ক্ষমা চাইতেই হবে। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হবে।’ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ বলেন, দেশের মূল্যবোধ আজ ভূলুণ্ঠিত। একটি চ্যানেল উদ্বোধনীতেই যেভাবে অপসংস্কৃতি প্রদর্শন করলো, তারপর এটাই বলতে হবে যাকে-তাকে চ্যানেল দেয়া ঠিক নয়। বাংলাদেশে গণশিল্পী সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর বলেন, রাজনৈতিক ও রুটির সংগ্রামের চেয়ে রুচির সংগ্রাম কোন অংশেই কম গুরুত্বপূর্ণ নয়। তাই এ ধরনের অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

খবরঃ মানবজমিন