1.18.2012

বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটর্স’র আত্মপ্রকাশ

0 Comments
১৭ জানুয়ারি: বিপিএলের দ্বিতীয় দল হিসাবে নিজেদের নাম ও লোগো উন্মোচন করেছে ঢাকা বিভাগ। মঙ্গলবার দুপুরে হোটেল রেডিসনে এক আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে ঢাকার নতুন লোগো ও নাম উন্মোচিত হয়। র‌্যাডিসন হোটেলে ঢাকা গ্ল্যাডিয়েটর্স নাম ঘোষণা করে দলের চেয়ারম্যান।

ঢাকার আইকন ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল লোগো উন্মোচন করতে এসে ভীষণ উচ্ছ্বসিত। অনুষ্ঠানে আশরাফুল বলেন,‘‘ভারতের ঘরোয়া টি-২০ আসর আইপিএল আর আমাদের বিপিএল এখন পর্যন্ত প্রায় একই রকম মনে হচ্ছে। অনেক দিন যাবত শুনছিলাম, এমন একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আজ বাস্তব মনে হচ্ছে।”

শেষ পর্যন্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এতে ক্রিকেটাররা বেজায় খুশি। উঠতি আর তরুণ ক্রিকেটাররা যারা এখনও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পায়নি, তারা এই টুর্নামেন্ট থেকে অনেক কিছু শিখতে পারবে। বললেন আশরাফুল। সাংবাদিকদের আশরাফুল আরও বলেন,‘মুম্বাই ইন্ডিয়ান্সে খেলার সময় আমি শচীন টেন্ডুলকারদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আর এই আসর দিয়ে তরুণদেরও অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে।’’

জাতীয় দলের সাবেক বোলিং কোচ ইয়ান পন্ট ঢাকা গ্ল্যাডিয়টর্সের প্রধান কোচের দায়িত্ব ভার পেয়েছেন। নাম ঘোষনার পর তিনি বলেন, “চ্যালেঞ্জ গ্রহণ করতে আমি প্রস্ত্তত। আমরা একটা ভালো দল গড়তে চাই। খেলায় শেষ পর্যন্ত জিতবো কী না জানি না। তবে আমরা রোমাঞ্চকর খেলা উপহার দিতে চাই দর্শকদের। আমরা ভারসাম্যপূর্ণ এবং সেরা একটি দল গড়তে চাই। প্রতি ম্যাচে জেতাই থাকবে আমাদের অন্যতম টার্গেট। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়াই আমাদের মূল টার্গেট থাকবে। ”

অন্যদিকে ঢাকার বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন আরেক সাবেক মোহাম্মদ রফিক। সাবেক এ ই বাঁ-হাতি স্পিনার আ আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব ভার গ্রহনের পর বলেন,“ফরম্যাট আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। ক্রিকেট খেলা হচ্ছে সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয়।”

আরেক জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ম্যানেজার শফিকুল হক হীরা হয়েছেন ঢাকা গ্ল্যাডিয়টর্সের ম্যানেজার। তিনি বলেন,“আবারও ম্যানেজার হিসেবে দায়িত্ব নিয়ে খুব ভালো লাগছে। দায়িত্ব পালনে আমি সম্পূর্ণ প্রস্ত্তত আছি।’’

আর বর্তমান নির্বাচক আর জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ঢাকার প্রধান উপদেষ্টা হয়েছেন। দল গঠনে বৃহত্তর ঢাকার ক্রিকেটাররা গুরুত্ব পাবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,“আমরা একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করতে চাই।”

অনুষ্ঠানে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের স্বত্বাধিকারী ইউরোপা গ্রুপের পরিচালক শিহাব হোসেন চৌধুরী, ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক ও দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আফসান আরা বিন্দু উপস্থিত ছিলেন। সবাই এক সঙ্গে মঞ্চে উঠে লোগো উন্মোচন করেন।

খবরঃ বার্তা২৪ ডটনেট/ জেএমএস