2.05.2012

বিপিএল কাঁপিয়ে দিয়েছে আইপিএল আয়োজকদের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলকে নাকি ভয় পাচ্ছে আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) কর্মকর্তারা। এমনই খবর দিয়েছে কলকাতার ‘আনন্দ বাজার’ পত্রিকা।



আইপিএলের আদলে গড়া বিপিএলের আয়োজন নাকি কাঁপিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তাদের।



আইপিএলের মতো কাড়িকাড়ি টাকা খরচ করে বাংলাদেশে উড়িয়ে আনা হচ্ছে জাঁদরেল সব বিদেশী ক্রিকেট তারকা। এতো তারকাদের ভিড়ে নেই কোনো ভারতীয় মুখ।



বাংলাদেশ খুব করেই চেয়েছিল টুর্ণামেন্টে ভারতীয় তারকা খেলোয়াড়দের রাখতে। কিন্তু ভারতীয় বোর্ড তাদের কোনো খেলোয়াড়কে অনুমতি দেয়নি বিপিএলে খেলতে।



বিপিএল যদি সফল হয়, তাহলে আইপিএলের জৌলুস অনেকটাই কমে যাবে। এই ধারণা থেকেই তাদের খেলোয়াড়দের অনুমতি দেয়নি বলেও জানিয়েছে পত্রিকাটি।



ভারতীয় খেলোয়াড়দের অনুমতির জন্য দীর্ঘ সময় অপেক্ষায় থেকেও বাংলাদেশের কর্মকর্তারা ভারতীয়দের কাছ কোনো উত্তরই পায়নি।



কোনো খেলোয়াড়কে না পেয়ে বাংলাদেশ চেয়েছিল ‘দাদা’ সৌরভকে অন্তত ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে পেতে। কিন্তু অবসর নেওয়া সৌরভকে বাংলাদেশে আসতে অনুমতি দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ।



শাহিদ আফ্রিদি, ক্রিস গেইলের মত তারকারা যেখানে আছেন। সে টুর্নামেন্টে ভারতীয় কোনো তারকার নাম না থাকায় অনেককেই তখন অবাক করেছিল।



তাদের খেলোয়াড়দের নাম না থাকার গোমর ফাঁস হলে গেল সৌরভ গাঙ্গুলীকে অনুমতি না দেয়ার মাধ্যমে।



বিপিএলের সফলতার ব্যাপারে ভারতীয় বোর্ড আরো চিন্তিত এই কারণে যে, এই লিগ সারা দুনিয়ায় প্রচার করবে ইএসপিএন-স্টার স্পোর্টসের মতো চ্যানেল।



এসব ব্যাপার নিয়ে দুই দেশের বোর্ডের মধ্যে নাকি সংঘাতও লেগে গেছে বলে জানিয়ে ‘আনন্দ বাজার’।