3.05.2012

বিপিএল: খেলা দেখতে এসে ফিরে গেলেন অনেকেই

দুরন্ত রাজশাহী আর রবিশাল বার্নার্সের অপ্রত্যাশিত সেমি ফাইনাল ম্যাচ মাঠে গড়াবার আগেই বহু দর্শক মিরপুর স্টেডিয়ামের গেইট থেকে ফেরত গেছে। চট্টগ্রাম নয় বরিশাল সেমিতে খেলছে রাজশাজীর বিপক্ষে, এ খবর মিরপুরের দর্শকরা সকাল নাগাদও জানে না। অনেক দর্শক তো ক্ষোভের সঙ্গে বিপিএলের কর্মকর্তাদের উদ্দেশ্যে অকথ্য ভাষাও (লেখার অযোগ্য) ব্যবহার করতে ছাড়েনি।
কারণ সব দর্শকই এসেছে চট্টগ্রামের ম্যাচ দেখতে। কিন্তু বরিশালের নাম শুনে তো এক দর্শক বলেই ফেলেন, ‘‘এটা বানানো গল্প ছাড়া আর কিছু নয়। পাকিস্তানি নাগরিক আটক, আর এখন চট্টগ্রামের মালিকের ৩ ম্যাচ ছেড়ে দেবার প্রস্তাব নাকচের খবর শুনে মনে হচ্ছে পুরো বিপিএলই জুয়ার আসর।’

বিশ্ববিদ্যালয়ের রসায়নের ছাত্র তৌফিক ওমরের (সাধারণ দর্শক) মন্তব্য ‘এই ম্যাচ দেখে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। এদেশের ক্রিকেটকে শেষ করে দিল বিপিএল।’’

খবরঃ  বার্তা২৪ ডটনেট