1.14.2012

আইকন ক্রিকেটারদের নিয়ে বিতর্ক


বিপিএলে বিদেশী ক্রিকেটারদের সাথে সামঞ্জস্য রেখে দেশীয় ক্রিকেটারদের ন্যূনতম পারিশ্রামিক নির্ধারণ হয়নি। তার উপর এখন ছয় বিভাগের আইকন ক্রিকেটারদের পূর্ব নির্ধারিত পারিশ্রমিক নিয়ে আপত্তি তুলেছে কোন কোন দল। কোন দলের সর্বোচ্চ পারিশ্রমিক যা হবে তার চেয়ে আরো শতকরা ৫ ভাগ বেশি পারিশ্রমিক দিতে হবে আইকন ক্রিকেটারদের। এই পারিশ্রমিকের বিষয়ে একমকত নয় বিভাগীয় দলের স্বত্ব কিনে নেয়া প্রতিষ্ঠানগুলোর
কোন কোনটি।

সিলেট বিভাগ কিনে নেয়া প্রতিষ্ঠান ওয়াল্টন গ্রুপ আইকন ক্রিকেটারের পারিশ্রমিকের বিষয়ে জোরালো আপত্তি তুলেছে। এ প্রতিষ্ঠানের পরিচালক মিজানুর রহমান বলেন, ‘আমরা বোর্ডকে একটি চিঠি দিয়েছি, যেন আইকন ক্রিকেটারের বেঁধে দেয়া পারিশ্রমিক কমিয়ে দেয়া হয়। কেননা শহীদ আফ্রিদিকে যদি আমরা তিন কোটি টাকা দিয়ে কিনি, তাহলে আমাদের আইকন ক্রিকেটার অলোক কাপালিকে দিতে হবে তিন কোটি ১৫ লাখ টাকা। তাই আমরা বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য বোর্ডকে বলেছি’।

বরিশাল বিভাগকে কিনে নেয়া আলিফ গ্রুপ বোর্ডকে মৌখিকভাবে জানিয়েছে, বোর্ড যা সিদ্ধান্ত নেয় সেটি তারা মেনে নিবেন। এ ব্যাপারে প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ আজিমুল ইসলাম বলেছেন, ‘আমরা আইকন ক্রিকেটারদের পারিশ্রমিকের বিষয়ে আপত্তি তুলিনি, তবে এই বিষয়ে বোর্ড সামনে আমাদের সাথে সভা করবে। সেখানে যদি ক্রিকেটারদের পারিশ্রমিক কমিয়ে দেয়া হয়, সেটি মেনে নিব। আমাদের আসলে মূল ফোকাস থাকছে দল কিভাবে সাজানো যায়। যেমন আকরাম খানকে আমরা প্রধান সমন্বয়কারী হিসেবে নিয়েছি, সারোয়ার ইমরানকে আমরা কোচ হিসেবে ঠিক করেছি’।

সিলেট ও বরিশাল বিভাগের কর্ণধাররা আইকন ক্রিকেটারদের ব্যাপারে আপত্তি তুললেও ব্যতিক্রম রাজশাহী ও খুলনা। রাজশাহী বিভাগ কিনে নেয়া ডিজিটাল অটো কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান মোহন বলেছেন, ‘আমাদের তরফ থেকে কোন আপত্তি নেই’। অন্যদিকে খুলনা বিভাগের মালিকানা পাওয়া ওরিয়ন গ্রুপের জেনারেল ম্যানেজার তানভীর কামরুল ইসলাম বলেছেন, ‘আমরা জেনে-শুনে দলগুলো কিনেছি। তাহলে কেন আপত্তি থাকবে’। এ ব্যাপারে বিপিএল গভর্নিং কমিটির সম্পাদক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, ‘কয়েকটি প্রতিষ্ঠান আমাদের কাছে মৌখিকভাবে জানিয়েছে, কিন্তু কোন সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই বোর্ডসভার অনুমোদন লাগবে। আমরা তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব। আগামী ১৬ জানুয়ারি সভা রয়েছে, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নিব’।